নারী বিশ্বকাপের লিগ পর্বে এখনো বাকি ৯ ম্যাচ। এরই মধ্যে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করে ফেলেছে দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বাকি রয়েছে আর মাত্র দুটি সেমিফাইনাল স্পট। আর সেই জায়গা দখলের লড়াইয়ে রয়েছে বাকি ছয় দল। সমীকরণের মারপ্যাঁচে সেমিফাইনাল খেলার ক্ষীণ সম্ভাবনা এখনো বেঁচে আছে বাংলাদেশের।
লিগ পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কেবল ১টিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যদিও ভাগ্য সহায় হলে জয়ের সংখ্যাটা আরও বাড়ার সুযোগ ছিল। ২ পয়েন্ট ও -০.৬৭৬ রানরেট নিয়ে তালিকার পাঁচে অবস্থান নিগার সুলতানা জ্যোতিদের।
বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা খুবই ক্ষীণ। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্পই নেই। এরপর আশা করতে হবে, ইংল্যান্ড যেন ভারত ও নিউজিল্যান্ড দুই দলকেই হারায়। যদি নিউজিল্যান্ড ভারতকে হারায় এবং তিন দলেরই (ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড) পয়েন্ট ৬ হয় তখন বড় জয়ের দরকার হবে বাংলাদেশের। কারণ, রানরেটে তারা অনেক পিছিয়ে। তাই শুধু জয় নয়, জিততে হবে বড় ব্যবধানে।
সেমিফাইনালের দৌড়ে বেশ ভালো অবস্থানে রয়েছে ভারত। হাতে থাকা তিন ম্যাচের সব কটি যদি জেতে তারা, সরাসরি উঠে যাবে সেমিফাইনালে। পাকিস্তানকেও বাকি দুই ম্যাচেই জিততে হবে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। জয়ের ব্যবধান হতে হবে বড়, যাতে নেট রানরেট নিউজিল্যান্ডের ওপরে যায়।
মন্তব্য করুন