স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ বছর বয়সে স্বপ্নপূরণ আব্বাস আফ্রিদির

আব্বাস আফ্রিদি। ছবি : সংগৃহীত
আব্বাস আফ্রিদি। ছবি : সংগৃহীত

জীবনে কিছু গল্প হয় সিনেমার থেকেও নাটকীয়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ আব্বাস আফ্রিদির গল্পটাও ঠিক তেমনই। একসময় জাতীয় দলের স্বপ্নটা হয়তো হারিয়ে ফেলেছিলেন— বয়স তখন ছুঁইছুঁই চল্লিশ, ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ডাক মিলছিল না ‘গ্রিন ক্যাপ’-এর। কিন্তু ভাগ্য যেন ঠিকই অপেক্ষায় ছিল, ঠিক এক উপযুক্ত মুহূর্তে মঞ্চে তাকে ডাক দেওয়ার জন্য। অবশেষে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে এসে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ডাক পেলেন আব্বাস আফ্রিদি—পাকিস্তান টেস্ট দলে অভিষেক হলো এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের।

সোমবার (২০ অক্টোবর) রাওয়ালপিন্ডির ঐতিহাসিক মাঠে গড়িয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট। খেলা শুরুর আগে সতীর্থদের সামনে এক আবেগঘন মুহূর্তে শাহিন আফ্রিদির হাত থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন আব্বাস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সেই হৃদয়ছোঁয়া ভিডিও— যেখানে সতীর্থদের করতালি, উল্লাস আর চোখভরা আনন্দে নতুন অধ্যায় শুরু করেন পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার।

শাহিন আফ্রিদির কণ্ঠেও ঝরে পড়েছে অনুপ্রেরণার সুর, ‘যখন আসিফ (আব্বাস) আফ্রিদি তার সেরা ফর্মে ছিলেন, আমি তখন আমার ভাইয়ের সঙ্গে মাঠে গিয়ে ওর খেলা দেখতাম। ওর পরিশ্রম, ধৈর্য আর কখনো হাল না ছাড়ার মানসিকতা— সবকিছুই অনুপ্রেরণাদায়ক। ন্যাশনাল টি-টোয়েন্টি আর পিএসএলে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করেছে সে। এই ক্যাপের যোগ্য তুমি, অভিনন্দন।’

দীর্ঘ ১৫ বছরের পরিশ্রমের পুরস্কার যেন এই একটি মুহূর্তেই পেলেন আব্বাস। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ২৫.৪৯ গড়ে ১৯৮ উইকেট, ইনিংসে ১৩ বার পাঁচ উইকেট আর দুইবার ১০ উইকেট— সংখ্যাগুলোই বলে দেয় তার ধৈর্য ও ধারাবাহিকতার গল্প। গত মৌসুমে হানিফ মোহাম্মদ ট্রফিতে পাঁচ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।

এই অভিষেকের মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাসেও নাম লিখিয়েছেন তিনি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে অভিষিক্ত হয়ে পাকিস্তানের হয়ে তৃতীয় সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলা ক্রিকেটার এখন আব্বাস আফ্রিদি। তার ওপরে আছেন কেবল দুই কিংবদন্তি—১৯৫৫ সালে ৪৭ বছর বয়সে অভিষিক্ত মিরান বখশ এবং ৩৯ বছর বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট খেলা আমির এলাহি।

পাকিস্তানের টেস্ট দলে এই নতুন অধ্যায়টা এমন এক সময়ে এসেছে, যখন দলটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে তারা। আর এই জয়যাত্রার মাঝেই নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামছেন অভিষিক্ত আব্বাস আফ্রিদ, যে প্রমাণ করেছেন, বয়স শুধু সংখ্যা, স্বপ্নের মেয়াদ শেষ হয় না কখনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আইপিএলের নিলাম আজ: কোন দলের হাতে কত টাকা আছে

বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

‘যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না’

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার : ইশরাক

ঝুট ও ফোমের গুদামে ভয়াবহ আগুন

বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা

৫৩ বছর পরও স্বীকৃতি নেই, শহীদ কন্যার পাশে ডিসি

১০

পদোন্নতি দিতে সুপারসিড করা হয় ৫ কর্মকর্তাকে / মধ্যরাতে আদেশে কমিশনার হলেন ৮ শুল্ক কর্মকর্তা

১১

হাদিকে গুলি : ফয়সাল করিমের এক সহযোগী গ্রেপ্তার

১২

মহান বিজয় দিবস আজ

১৩

মোহাম্মদপুর প্রেস ক্লাবের আত্মপ্রকাশ : সভাপতি মহিব্বুল্লাহ, সম্পাদক শান্তনু বিশ্বাস

১৪

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

১৫

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচনী প্রচারণা নিয়ে নেতাকর্মীদের সুখবর দিলেন তারেক রহমান

১৭

৪ নেতাকে সুখবর দিল বিএনপি

১৮

ঘরে বসেই প্রতিমাসে আয় দেড় লাখ রিয়াদ-শাকিলা দম্পতির

১৯

অফিসে মারামারি করা সেই ২ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা 

২০
X