মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ বছর বয়সে স্বপ্নপূরণ আব্বাস আফ্রিদির

আব্বাস আফ্রিদি। ছবি : সংগৃহীত
আব্বাস আফ্রিদি। ছবি : সংগৃহীত

জীবনে কিছু গল্প হয় সিনেমার থেকেও নাটকীয়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ আব্বাস আফ্রিদির গল্পটাও ঠিক তেমনই। একসময় জাতীয় দলের স্বপ্নটা হয়তো হারিয়ে ফেলেছিলেন— বয়স তখন ছুঁইছুঁই চল্লিশ, ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ডাক মিলছিল না ‘গ্রিন ক্যাপ’-এর। কিন্তু ভাগ্য যেন ঠিকই অপেক্ষায় ছিল, ঠিক এক উপযুক্ত মুহূর্তে মঞ্চে তাকে ডাক দেওয়ার জন্য। অবশেষে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে এসে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ডাক পেলেন আব্বাস আফ্রিদি—পাকিস্তান টেস্ট দলে অভিষেক হলো এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের।

সোমবার (২০ অক্টোবর) রাওয়ালপিন্ডির ঐতিহাসিক মাঠে গড়িয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট। খেলা শুরুর আগে সতীর্থদের সামনে এক আবেগঘন মুহূর্তে শাহিন আফ্রিদির হাত থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন আব্বাস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সেই হৃদয়ছোঁয়া ভিডিও— যেখানে সতীর্থদের করতালি, উল্লাস আর চোখভরা আনন্দে নতুন অধ্যায় শুরু করেন পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার।

শাহিন আফ্রিদির কণ্ঠেও ঝরে পড়েছে অনুপ্রেরণার সুর, ‘যখন আসিফ (আব্বাস) আফ্রিদি তার সেরা ফর্মে ছিলেন, আমি তখন আমার ভাইয়ের সঙ্গে মাঠে গিয়ে ওর খেলা দেখতাম। ওর পরিশ্রম, ধৈর্য আর কখনো হাল না ছাড়ার মানসিকতা— সবকিছুই অনুপ্রেরণাদায়ক। ন্যাশনাল টি-টোয়েন্টি আর পিএসএলে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করেছে সে। এই ক্যাপের যোগ্য তুমি, অভিনন্দন।’

দীর্ঘ ১৫ বছরের পরিশ্রমের পুরস্কার যেন এই একটি মুহূর্তেই পেলেন আব্বাস। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ২৫.৪৯ গড়ে ১৯৮ উইকেট, ইনিংসে ১৩ বার পাঁচ উইকেট আর দুইবার ১০ উইকেট— সংখ্যাগুলোই বলে দেয় তার ধৈর্য ও ধারাবাহিকতার গল্প। গত মৌসুমে হানিফ মোহাম্মদ ট্রফিতে পাঁচ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি।

এই অভিষেকের মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাসেও নাম লিখিয়েছেন তিনি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে অভিষিক্ত হয়ে পাকিস্তানের হয়ে তৃতীয় সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলা ক্রিকেটার এখন আব্বাস আফ্রিদি। তার ওপরে আছেন কেবল দুই কিংবদন্তি—১৯৫৫ সালে ৪৭ বছর বয়সে অভিষিক্ত মিরান বখশ এবং ৩৯ বছর বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট খেলা আমির এলাহি।

পাকিস্তানের টেস্ট দলে এই নতুন অধ্যায়টা এমন এক সময়ে এসেছে, যখন দলটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে তারা। আর এই জয়যাত্রার মাঝেই নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামছেন অভিষিক্ত আব্বাস আফ্রিদ, যে প্রমাণ করেছেন, বয়স শুধু সংখ্যা, স্বপ্নের মেয়াদ শেষ হয় না কখনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহস্র প্রদীপ প্রজ্বালনে ঢাকেশ্বরী মন্দিরে দীপাবলি উদযাপিত

সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন

শ্যামা পূজা পরিদর্শন করলেন প্রিন্স

চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে : এসএম জাহাঙ্গীর

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ১৭

নানা দাবিতে এইচএসসি উত্তীর্ণদের একাংশের আন্দোলনের ডাক

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার 

পীর সাহেব মধুপুর / কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণবিস্ফোরণ ঘটবে

১০

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা : জড়িতদের নিয়ে যা বললেন বিএনপি নেতা

১১

‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়’

১২

বিমানবন্দরের আগুনে পুড়ল ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল

১৩

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৪

বরগুনায় সওজ শ্রমিকদের তিন দিনব্যাপী কর্মসূচি

১৫

পুঁজিবাজারে যুক্ত হচ্ছে জেলা-উপজেলা প্রশাসন

১৬

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের বৈঠক

১৭

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন

১৮

টেকসই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরাই আশার আলো : চসিক মেয়র

১৯

এস আলমের শতাধিক কোম্পানির ৫১৩ কোটি শেয়ার জব্দ

২০
X