স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের মাথার ওপর থেকে এ যাত্রায় বড় চাপ কেটে গেল। টেস্ট অধিনায়ক ঘিরে যে দুশ্চিন্তা ছিল তার—নিমিশেই তা থেকে মিলল মুক্তি। ফের লাল বলের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন নাজমুল হোসেন শান্ত৷ এতে করে তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে আবারও দেখা মিলবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো সাইকেলের জন্য দায়িত্ব পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার অসন্তোষে টেস্টের নেতৃত্ব ছেড়েছিলেন নাজমুল। শ্রীলঙ্কা সফরে খেলা সর্বশেষ টেস্ট সিরিজেই নেতৃত্ব ছাড়ার কথা জানান তিনি। এরপর থেকেই লাল বলের খেলা না থাকায় নতুন কাউকে নিয়ে ভাবতে হয়নি বিসিবিকে। তবে সম্প্রতি টেস্ট সিরিজ সামনে রেখে আলোচনা শুরু হয় অধিনায়ক ঘিরে। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস—দুজনই টেস্টের নেতৃত্ব পেলে গ্রহণের কথা বলেছিলেন। তবে বিসিবিকে সে পর্যন্ত যেতে হয়নি। নাজমুলকে আবারও নেতৃত্বে ফেরাতে রাজি করতে পেরেছে বোর্ড।

শনিবার (০১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক—চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শেষ পর্যন্ত।

২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ টেস্ট দলে এসেছে স্থিতি, লড়াইয়ের মানসিকতা এবং উন্নতির ধারাবাহিকতা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই সিদ্ধান্ত বোর্ডের শান্তর নেতৃত্বে আস্থা ও তার দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাসেরই প্রতিফলন। তিনি বলেন— ‘শান্ত টেস্ট ক্রিকেট সম্পর্কে গভীর ধারণা, স্থিরতা ও দায়বদ্ধতা দেখিয়েছে। তার নেতৃত্বে দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস স্পষ্টভাবে বেড়েছে। আমরা মনে করি, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখাই দলের জন্য সবচেয়ে ইতিবাচক হবে।’

শান্ত নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আবারও টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া তার জীবনের সবচেয়ে বড় গর্বের মুহূর্তগুলোর একটি, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পারা আমার জন্য বিরাট সম্মানের। আমার প্রতি বোর্ড যে বিশ্বাস ও আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’

‘প্রতিভায় ভরপুর এই দলকে নেতৃত্ব দিতে পারা আনন্দের, আর আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য দারুণ একটি সময় অপেক্ষা করছে। এ মাসের শেষেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন চক্রের সূচনা হবে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

‘জান্নাতের টিকিট বিক্রি করবেন না, জান্নাত এত সস্তা নয়’

জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে নয়াদিল্লির উদ্বেগ, যা বলল ঢাকা

প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে : ইসি আনোয়ারুল

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

তারেক রহমান আমাদের ঐক্যের প্রতীক : এম এ মালিক

২১ দফা না মানলে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি সাংবাদিকদের

লাশের গন্ধে ভারী সুদানের আকাশ, আহমাদুল্লাহর ৫ প্রশ্ন 

স্বর্ণের দাম আবার বাড়ল

‘মেয়েদের মেসেজ দিয়ে ভুল করিনি’, মুখ খুললেন ঋজু বিশ্বাস

১০

কেয়ামতের দিন পশু-পাখিরও যে অপরাধের বিচার হবে

১১

পুতিনের নতুন পারমাণবিক অস্ত্র টর্পেডো ‘পসাইডন’, উদ্বিগ্ন ইউরোপ

১২

তুরস্কের ১৪৯ রেফারি নিষিদ্ধ

১৩

চা বাগান থেকে গলাকাটা অবস্থায় আহত তরুণী উদ্ধার

১৪

১৩ হাজার টাকায় বিক্রি ১ লিটার দুধ

১৫

নির্বাচন বানচালের চেষ্টা করছে একাত্তরের পরাজিত শক্তি : ড্যানী

১৬

২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

১৭

জামায়াতকে ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই : আমিনুল

১৮

তালিমের নামে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত : হাবিব

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান

২০
X