

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ, আর কখনও কখনও সীমা ছাড়ানো আচরণ। এশিয়া কাপেও সেটাই ঘটেছিল। মাঠের সেই আগুন এখন এসে লেগেছে শাস্তির কাগজে—দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন পাকিস্তানের গতি তারকা হারিস রউফ।
আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে রউফকে দেওয়া হয়েছে দুই ম্যাচের সাসপেনশন, সঙ্গে চার ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে চারটি ডিমেরিট পয়েন্ট জমায় এই শাস্তি পেয়েছেন তিনি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ৪ ও ৬ নভেম্বরের ওয়ানডে ম্যাচ দুটিতে খেলতে পারবেন না তিনি।
রউফের বিরুদ্ধে অভিযোগ—এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে (১৪ ও ২৮ সেপ্টেম্বর) মাঠে "খেলার মর্যাদা নষ্ট করে এমন আচরণ" করেছেন তিনি। গালভরা ভাষায়, আইসিসির ২.২১ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন পেসার। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিপক্ষেও ছিল অভিযোগ, তাকেও জরিমানা গুনতে হয়েছে ম্যাচ ফি’র ৩০ শতাংশ, সঙ্গে দুই ডিমেরিট পয়েন্ট।
এখানেই শেষ নয়। পাকিস্তানের সাহিবজাদা ফারহান পেয়েছেন আনুষ্ঠানিক সতর্কবার্তা, আর ভারতের জাসপ্রিত বুমরাহ পেয়েছেন এক ডিমেরিট পয়েন্টসহ ওয়ার্নিং। তবে আরশদীপ সিংকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
আইসিসি জানিয়েছে, লেভেল-ওয়ান অপরাধের শাস্তি হতে পারে সতর্কবার্তা থেকে শুরু করে ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। আর চার পয়েন্ট জমলেই আসে সাসপেনশন—যেমনটা ঘটেছে রউফের ক্ষেত্রে।
এক কথায়, ভারত-পাকিস্তানের মাঠের আগুন এবার এসে পড়েছে নিয়মের পাতায়। আর সেখানে দগ্ধ হয়েছেন হারিস রউফ।
মন্তব্য করুন