

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কোচিং প্যানেলে বড় চমক দেখিয়েছে ক্রিকেট নামিবিয়া। বৈশ্বিক আসরকে সামনে রেখে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে নিয়োগ দিয়েছে দলটি। নামিবিয়ার ক্রিকেট সংস্থা এক অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেয়।
এক বিবৃতিতে কারস্টেন বলেন, ‘ক্রিকেট নামিবিয়ার সঙ্গে কাজ করা সত্যি সৌভাগ্যের ব্যাপার। ক্রিকেটে ভালো পরিবেশ তৈরি করতে দেশটির আপ্রাণ চেষ্টা আমাকে বরাবরই মুগ্ধ করেছে। সম্প্রতি তারা নতুন স্টেডিয়াম তারা তৈরি করেছে, যা প্রমাণ করে তারা সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। আমি এই দলের বিশ্বকাপ প্রস্তুতিতে অবদান রাখতে চাই!"
ক্রিকেট নামিবিয়া জানিয়েছে, এই নিয়োগের মাধ্যমে তারা হাই-পরফরম্যান্স ইউনিটকে আরও ঢেলে সাজাতে চায়। দেশটির ক্রিকেট কর্তারা আশা করছে, আন্তর্জাতিক অভিজ্ঞতা, খেলোয়াড় তৈরি করার দক্ষতা এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বজুড়ে কাজ করা কারস্টেনের উপস্থিতি নামিবিয়ার জন্যে দারুণ এক মাইফলক হবে।
ক্রিকেটে বিশ্বে গ্যারি কারস্টেনের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। ১৯৯৩ থেকে ২০০৪- এই এক দশকে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ওপেনার ছিলেন সাবেক এই ক্রিকেটার। ১৮৮ রান করে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় এনে দেওয়া বা ইংল্যান্ডে সেই দুর্দান্ত শতক- এমন অনেক মূল্যবান মুহূর্ত উপহার দিয়েছেন তিনি।
মন্তব্য করুন