বড় মেয়ে আনসা। বাবার সঙ্গে তার সখ্যতা বেশ গভীর। পরিবারের প্রথম মেয়ে বলে বেশ আদুরেও সে। সেই মেয়েকে বিয়ে দিতে গেলে বুকটা কাঁপবে যেকোন বাবার, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতি হয়েছে পাকিস্তানের সাবেক তারকার অলরাউন্ডার শহীদ আফ্রিদিরও।
গত পরশু হয়েছে মেহেদী অনুষ্ঠান। গতকাল (মঙ্গলবার) ছিল ‘রুখসাতি’ মানে কনেকে তুলে দেওয়ার অনুষ্ঠান। ভগ্ন হৃদয়ে সেই কাজটি করতে হয়েছে আফ্রিদিকে। প্রাণপ্রিয় মেয়েকে তুলে দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির হাতে।
কন্যা সম্প্রদানের পর নিজের মনের অভিব্যক্তি সোস্যাল মিডিয়ায় ব্যক্ত করেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, ‘যে আলো আমাদের ঘর আলোকিত করে রেখেছিল, গতকাল তা আমাদের চোখের সামনে দিয়েই চলে গেল!’
করাচিতে শহীদ আফ্রিদির বাসায় হয়েছে বিয়ের অনুষ্ঠান। পাকিস্তান অধিনায়ক বাবর আজম থেকে শুরু করে সাবেক অধিনায়ক সাঈদ আনোয়ারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বাঁ হাতি পেসার শাহিন শাহর সঙ্গে আফ্রিদির মেয়ের বিয়ে হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। আনসা শহীদ আফ্রিদির বড় মেয়ে। বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক তাঁর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শহীদ আফ্রিদির ম্যাচে আনসাকে বেশ কয়েকবারই দেখা গেছে।
বাবা-মেয়ের সম্পর্ক সব সময় ভালোই হয়। তবে আফ্রিদি-আনসার সম্পর্কটা আরও গভীর। আর তাই স্ট্যাটাসে নিজের হৃদয়ের আকুতি জানিয়েছেন আফ্রিদি এভাবে, ‘যে আলোটা আমাদের ঘর আলোকিত করে রেখেছিল, গতকাল তা আমাদের চোখের সামনে দিয়েই চলে গেল। বাবার হৃদয় ভারাক্রান্ত। কিন্তু নতুন উষার আলো তাকে ভালো রাখবে, এই আশা করি।’
মন্তব্য করুন