বাংলাদেশ-নিউজিল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুরুতেই জোড়া আগাত হানেন বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমান। তবে তৃতীয় উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ানো কিউইদের ইনিংসে ধস নামান নাসুম আহমেদ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। উইল ইয়াং ও হেনরি নিকোলসের ৯৭ রানের জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। ১২৭ রান তুলতেই ৫টি উইকেট হারান কিউইরা।
মিরপুরে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দলীয় ৯ রানের সময় বৃষ্টি আসে। প্রায় দুই ঘণ্টা বৃষ্টির কারণে বন্ধ ছিল ম্যাচ। বৃষ্টি থেকে ফিরেই ওপেনার অ্যালেনকে ৯ রানে আউট করেন পেসার মুস্তাফিজ। দুই রানের ব্যবধানে তিনে নামা বোয়েজকেও ফেরান এই পেসার। তবে হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৯৭ রানের জুটিতে কিউইদের ম্যাচে ফেরান ইয়াং। আবারও ফিজের আঘাত। ৪৪ রান করা নেকোলসকে লেগ বিফোর করেন কাটার মাস্টার। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ৫৮ রানে নাসুমের শিকার হন ওপেনার ইয়াং।
এই দুই ব্যাটার আউটের পর বাঁহাতি অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকেও ফেরান নাসুম। মুস্তাফিজ তিনটা ও নাসম দুটি উইকেট শিকার করেন।
মন্তব্য করুন