

প্রথমবারের মতো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইতালি। তবে ঐতিহাসিক এই আসরে দলকে নেতৃত্ব দেবেন না অধিনায়ক জো বার্নস। ইতালিয়ান ক্রিকেট ফেডারেশন (ফেদেরাসিওনে ক্রিকেট ইতালিয়া) নিশ্চিত করেছে, চুক্তিগত জটিলতার কারণে সাবেক অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যানকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন বিশ্বকাপে ইতালির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েন ম্যাডসেন। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বহুজাতিক টুর্নামেন্টে তার নেতৃত্বেই মাঠে নামবে ইতালি।
এক বিবৃতিতে বোর্ড জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বার্নসের প্রাপ্যতা নিয়ে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছানো যায়নি। ফলে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। পাশাপাশি দলের অভ্যন্তরীণ কারিগরি ও সাংগঠনিক মূল্যায়নের ভিত্তিতেই অধিনায়ক হিসেবে ম্যাডসেনকে বেছে নেওয়া হয়েছে।
৩৬ বছর বয়সী জো বার্নস ইতালির বিশ্বকাপ নিশ্চিত করার পথে ছিলেন অন্যতম প্রধান কারিগর। ২০২৬ চক্রের ইউরোপীয় উপ-আঞ্চলিক ও আঞ্চলিক বাছাইপর্বে তিনি ইতালির হয়ে খেলেন এবং দলকে নেতৃত্বও দেন। ইতালির জার্সিতে আটটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি একটি অপরাজিত শতকও করেন—ইউরোপীয় বাছাইয়ের গ্রুপ ‘এ’ ফাইনালে রোমানিয়ার বিপক্ষে। তার নেতৃত্বে ইতালি ইউরোপ আঞ্চলিক ফাইনালে গার্নসি ও স্কটল্যান্ডকে হারিয়ে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
তবে ফেডারেশন বলছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের স্থিতিশীলতা, ঐক্য এবং ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে। স্বল্পমেয়াদি লক্ষ্য নয়, বরং ঐতিহাসিক এই টুর্নামেন্টের আগে জাতীয় দলের প্রস্তুতি ও মানসিক স্বস্তিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইতালিয়ান বংশোদ্ভূত ওয়েন ম্যাডসেন ২০২৩ সালে ইতালির হয়ে অভিষেক করেন। কাউন্টি ক্রিকেটের ব্যস্ততার কারণে গত বছর তিনি বাছাইপর্বে খেলতে না পারলেও আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতাকে নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে বোর্ড।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে প্রস্তুতি নেবে ইতালি। আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ পর্বে ইতালির অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।
মন্তব্য করুন