স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হলেও এখনো পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি। তবে খুব শিগগিরই এ নিয়ে আলোচনায় বসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানেই তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

আমিনুল ইসলাম বুলবুল জানান, বোর্ডের ভেতরে একাধিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, বোর্ড এখন ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের নিরাপদ মনে করছে না। সেই অবস্থানই আইসিসিকে জানানো হয়েছে। তিনি বলেন, খুব দ্রুতই আইসিসি আলোচনার জন্য বিসিবিকে ডাকবে বলে তিনি প্রত্যাশা করছেন। ভবিষ্যৎ পদক্ষেপ অনেকটাই নির্ভর করছে আইসিসির ইমেইল জবাবের ওপর।

মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি পরিষ্কার করে জানান, এই মুহূর্তে ভারতের বোর্ডের সঙ্গে তাদের কোনো কথা হয়নি। তাঁর মতে, যেহেতু এটি আইসিসির একটি টুর্নামেন্ট, তাই যোগাযোগের জায়গাটিও আইসিসিকেন্দ্রিক।

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, তিনি দেশের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ সম্পদ। আমিনুল ইসলাম বুলবুলের মতে, একজন ক্রিকেটার যখন মাঠে নামেন, তখন শুধু পারফরম্যান্স নয়, নিজের সম্মান ও মর্যাদাও সঙ্গে করে নেন। সেই জায়গায় কোনো ক্রিকেটারকে অসম্মান করা হলে বোর্ড হিসেবে সেটিকে ইতিবাচকভাবে নেওয়া সম্ভব নয়। তিনি স্বীকার করেন, মোস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিসিবির সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে।

আইসিসির সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখন বিসিবি। নিরাপত্তা, সম্মান ও ক্রিকেটারদের সুরক্ষা—এই তিনটি বিষয়কে সামনে রেখেই পরবর্তী অবস্থান নির্ধারণ করবে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

১০

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১১

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১২

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৩

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১৪

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১৫

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১৬

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১৭

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১৮

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৯

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

২০
X