ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তামিম কেন বাদ, জানালেন নান্নু

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ছবি: সংগৃহীত
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর সর্বত্র একই আলোচনা, কেন বাদ পড়লেন তামিম ইকবাল? এমন প্রশ্নের উত্তর খুব সহজ, চোটের কারণে। কিন্তু তারপরও থাকে কথা। ভক্তদের কৌতূহলী মন জানতে চায় নেপথ্যে গূঢ় কোনো কারণ আছে কিনা।

বিশ্বকাপের দল ঘোষণার পর মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তামিমের বাদ পড়া নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্বকাপের জার্সি উন্মোচন ও দল ঘোষণা করে বিসিবি। যেখানে সাকিব আল হাসানকে অধিনায়ক রেখে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকে।

তামিমের বাদ পড়া নিয়ে নান্নু বলেন, ‘আপনারা তো বিশ্বকাপের স্কোয়াড পেয়েছেন। তামিমের অনেকদিন ধরে ইনজুরি কনসার্ন। এটা নিয়ে লড়াই করছিল। প্রথম ম্যাচ খেলার পর অভিযোগ এসেছে চোট নিয়ে। ইনজুরি চিন্তা করে তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আলোচনা করে ঝুঁকি নেই। বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট, এটা বিবেচনায় রাখা হয়েছে।’

সবার সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি, ‘ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেই স্কোয়াড তৈরি করা হয়েছে। তামিমের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। সার্বিকভাবে সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। মেডিকেল থেকে না জেনে সিদ্ধান্ত নেইনি।’

গণমাধ্যমে জানা গিয়েছিল, তামিম বলেছিলেন তিনি বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলতে পারবেন। তবে নান্নু তামিমের এই তথ্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন, ‘আমরা এ ধরনের জিনিস জানি না। মিডিয়ায় অনেক কথা দেখছি। কিন্তু আমাদের কাছে এ ধরনের কিছু ছিল না। নাহ, আমাদের কাছে কোনো তথ্য ছিল না পাঁচ ম্যাচ খেলবে।’

চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে তামিমের সঙ্গে কথা প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ওর (তামিম) সঙ্গে আলোচনা করেছি। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মধ্যেই এবার ধলাই বিল ইজারা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনশন ভাঙালেন বিভাগীয় কমিশনার

আ.লীগ নেতা ছাইফ গ্রেপ্তার

জাতিসংঘ ফেলোশিপে ১০ নারীর মধ্যে স্থান পেলেন বাকৃবির মারজানা

জিয়া পরিবারকে সবচেয়ে নির্যাতন করেছে আওয়ামী সরকার : কবির ভূইয়া

মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমিনুল হক

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

মায়ামিতে হতে যাচ্ছে লা লিগার ম্যাচ!

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে : চরমোনাই পীর

১০

আওয়ামী সংশ্লিষ্টতা বিতর্কে বিসিবি থেকে বাদ ইসফাক আহসান

১১

সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক

১২

বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন আমিনুল

১৩

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

১৪

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

১৫

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

১৬

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

১৭

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

১৮

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

১৯

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

২০
X