ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩২ এএম
অনলাইন সংস্করণ

তামিমের বাদ পড়া নিয়ে যা বললেন সাকিব

সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

আর মাত্র ৬ দিন পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই বিশ্বকাপ। ক্রিকেট মহাযুদ্ধের এই আসরের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের বিশ্বকাপের মতো বড় আসরে বাদ পড়ার পেছনে অনেকেই দায়ী করছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। তবে এবার এই বিষয়ে ব্যাখ্যা দিলেন সাকিব।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে সাকিবের একটি সাক্ষাৎকার। সেখানে তামিমের বাদ পড়া ছাড়াও আরও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন সাকিব। বিভিন্ন বক্তব্যে তিনি ইঙ্গিতও করেছেন, তামিমের বাদ পড়ার ব্যাপারে কোন কিছুই জানতেন না তিনি।

সাকিব বলেন, 'আমি তো দল পরিচালনা করি না। ড্রেসিংরুমের পরিবেশের ব্যাপার আছে, মাঠ এবং মাঠের বাইরের বিষয় আছে, একটা লম্বা প্রসেসে দল ঠিক করা হয়। আমার কাছে মনে হয় আমি এগুলোতে কমই জড়িত।'

তিনি আরও বলেন, 'এই বিষয়ে (দল থেকে তামিমকে বাদ দেয়া) কারও সঙ্গে কোনো আলোচনাই হয় নাই। না বিশেষ কোনো খেলোয়াড়, না মেডিকেল টিম, না নির্বাচক। অবশ্যই (সিদ্ধান্ত) বোর্ডের। সবার মত থাকে (অনেক ব্যাপারেই), তবে এ নিয়ে আমার সঙ্গে কথা হয়নি।'

তবে সাকিবের মতে, চোট নিয়ে কারও খেলা উচিত নয়। এ প্রসঙ্গে মহেন্দ্র সিং ধোনির একটি উক্তি টেনে তিনি বলেন, ‘আমার কথা গুরুত্বপূর্ণ না, আমার সামর্থ্য, এখতিয়ার—এসব নিয়ে অনেকের সংশয় থাকতে পারে। তবে এম এস ধোনি যেহেতু সব জিতছে, তার ওই নলেজ, সেন্স আছে। তার চেয়ে বেশি বাংলাদেশের কারও নেই। ধোনি যদি বলে থাকে, ফিট না হলে খেলাটা চিট করে (প্রতারণা) তার টিমের প্রতি, দেশের প্রতি—আমার মনে হয় মেনে নেওয়া উচিত।’

তামিমকে বিসিবি থেকে প্রস্তাব দেয়া হয়েছিল বিশ্বকাপে ব্যাটিং অর্ডারের নিচের দিকে ব্যাট করার জন্য। বিষয়টি শুনেই নাকি উত্তেজিত হয়ে যান ড্যাশিং ওপেনার। কেননা ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই তিনি ওপেনিংয়ে খেলে আসছেন। তার এমন সিদ্ধান্তকে বাচ্চামি বলে উল্লেখ করেছেন সাকিব।

তিনি বলেন, ‘রোহিত শর্মার মতো একজন লোক সাত নম্বর থেকে এসে ওপেনিংয়ে খেলছেন। তো ও (তামিম) যদি মাঝে মাঝে তিন-চারে খেলে কিংবা ব্যাট না করে তাহলে কী খুব বেশি প্রবলেম হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয় বাচ্চামি। বিষয়টা এমন যে আমার ব্যাট আমিই খেলব। আর কেউ খেলতে পারবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

অ্যাশেজ সিরিজ : হেডের বিশ্বরেকর্ড, দুদিনেই পার্থ টেস্ট অজিদের

থানায় চিতাবাঘের হানা, ঘাড় কামড়ে নিয়ে গেল পুলিশের কুকুর

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রক্তে জমা বিষাক্ত উপাদান কমাবে ঘরোয়া ৫ খাবার

প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিল ৫ গোল

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

ব্রোকেন হার্ট সিন্ড্রোম

১০

প্রাভা হেলথে বিশ্ব শিশু দিবস উদযাপন

১১

নতুন ভবনের দাবি : কর্মচারীদের ফ্ল্যাটে রাত্রিযাপন ঢাবি শিক্ষার্থীদের

১২

প্রতিদিনের শেভিংয়ের সঙ্গে বেশি বয়সে চোখের সমস্যার সম্পর্ক কতটুকু

১৩

হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

১৪

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

১৫

স্বপদে ফিরে বিদায় নিলেন ইমাম, মুসল্লিরা বলছেন ‘ইসলামের সৌন্দর্য’

১৬

নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার

১৭

আগামী নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির

১৮

ভূমিকম্পের সতর্কবার্তা এখন আপনার স্মার্টফোনেই

১৯

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

২০
X