স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:২৭ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বনাম ইংল্যান্ড; পরিসংখ্যানে কারা এগিয়ে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের সপ্তম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানকে ৬ উইকেটে হারানো টাইগাররা ইংলিশদের হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। থ্রি-লায়ন্সরাও নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও বাংলাদেশকে হারিয়ে প্রতিযোগিতায় জয়ের ধারায় ফিরতে চায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে বেলা ১১টায় ইংল্যান্ডের মুখোমখি হবে সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রতিযোগিতায় লড়াইয়ে নামার আগে দেখে নেওয়া যাক দুদলের মধ্যে পরিসংখ্যানে কারা এগিয়ে রয়েছে।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড মোট ২৪টি ম্যাচে মুখোমখি হয়েছে। দুদলের মাঠের লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে ১৯ বার জিতেছে জস বাটলারের দল। অন্যদিকে মাত্র ৫ বার জয়ের দেখা পেয়েছে সাকিব বাহিনী। তবে সাম্প্রতিক দুদলের সাক্ষাতে ঘরের মাটিতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারানোর কৃতিত্ব দেখিয়েছে টাইগররা। ১৯ ওয়ানডের জয়ের মধ্যে প্রথমে ব্যাট করে ৬ বার জিতেছে থ্রি লাইন্সরা। আর ১৩ বারই রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। যেখানে বাংলাদেশ রান তাড়া করার সময় মাত্র ১ বার এবং প্রথমে ব্যাট করে ৪ বার জিতেছে।

ইংল্যান্ড-বাংলাদেশের লড়াইয়ে দলীয় সর্বোচ্চ রান সংগ্রহে এগিয়ে রয়েছে ইংলিশরা। টাইগারদের বিপক্ষে বাটলারদের সর্বোচ্চ সংগ্রহ ৩৯১/৪ অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩০৫/৬। দলীয় সর্বনিম্ন রানের ক্ষেত্রে ১৯৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। ইংলিমদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন রান ১৪৩/১০।

ব্যাক্তিগত সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। তিনি টাইগারদের বিপক্ষে ৬১০ রান সংগ্রহ করেছিলেন। বাংলাদেশের পক্ষে সর্বাধিক রান সংগ্রাহক মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল সর্বোচ্চ ৫৭৫ রান সংগ্রহ করেছেন। আজ ধর্মশালায় মাত্র ৩৬ রান করতে পারলেই স্ট্রসকে টপকে যাবেন এই উইকেটকিপার ব্যাটার।

ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার ক্ষেত্রেও সবার উপরে রয়েছেন ইংল্যান্ড ওপেনার অ্যান্ড্রু স্ট্রস। বাংলাদেশের বিপক্ষে ১৫৪ রানের ইনিংস খেলেন সাবেক এই ইংলিশ ওপেনার। টাইগারদের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ ১২৮ রানের মালিক ড্যাসিং ওপেনার তামিম ইকবাল খান। ব্যাক্তিগত সর্বাধিক উইকেট শিকারের তালিকায় বাংলাদেশ অধিনায়ক সাকিব ২০ উইকেট নিয়ে সবার শীর্ষে। থ্রি লাইন্সদের হয়ে আদিল রশিদের সংগ্রহ ১৯টি উইকেট। ব্যাক্তিগত সেরা বোলিং পল কলিংউডের ৩১/৬ এবং বাংলাদেশের পক্ষ্যে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজার ২৯/৪।

উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় উভয় দল দুটি করে ম্যাচ জিতেছে। ২০১৯ সালে ঘরের মাঠে প্রতিযোগিতায় বাংলাদেশকে ১০৯ রানে হারায় ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন : তাসনিম জারা

ঢামেকে বর্ণাঢ্য আয়োজনে প্রি-এক্ল্যাম্পসিয়া ডে উদ্‌যাপন 

বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করল ট্রাম্প প্রশাসন

৩১ মের মধ্যে সচিবালয় দোসরমুক্ত করতে হবে

ছুটির দিনে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

বেন গুরিয়ন বিমানবন্দরসহ ইসরায়েলে জোড়া হামলা

ঈদুল আজহা : ট্রেনের ২ জুনের টিকিট বিক্রি আজ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

জনতার মেয়র হিসেবে দায়িত্ব কী, জানালেন ইশরাক 

১০

‘জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি’

১১

‘দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই’

১২

মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট

১৩

গাজা সমর্থন / তিন শক্তিশালী নেতার ওপর চটলেন নেতানিয়াহু

১৪

চিকিৎসক সংকটে ৩ মাস অস্ত্রোপচার বন্ধ

১৫

ছয় মাসে ৩২০০ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল

১৬

২৩ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

এসব কি জুলাই স্পিরিটের পরিপন্থি নয়?

১৮

ইরানের বিরুদ্ধে তেলের ট্যাংকার ছিনতাইয়ের অভিযোগ

১৯

ইসরায়েলের হুমকিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

২০
X