এবারের ভারতে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে ইনজুরি প্রতিটি দলেই কম বা বেশি থাবা বসিয়েছে। তবে দশ দলের মধ্যে এশিয়ার দেশ শ্রীলঙ্কার শিবিরেই সবচেয়ে বেশি ইনজুরির আঘাত রয়েছে। ইনজুরিতে তাদের অন্যতম সেরা তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা এবার বিশ্বকাপে আসতেই পারেনি, দলের অন্যতম বোলিং ভরসা মাহেশ থিকসানা ছিলেন না প্রথম ম্যাচে তবে এবারের বিশ্বকাপে শুরুর দুই ম্যাচ হারা লঙ্কানরা আরও কঠিন পরিস্থিতিতে পড়েছে। ইনজুরিতে পড়ে এবার দলটির অধিনায়ক দাসুন শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
শানাকার বদলি হিসেবে লঙ্কান স্কোয়াডে যুক্ত হয়েছেন রিজার্ভ ক্রিকেটারের তালিকায় থাকা চামিকা করুণারত্নে। বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি দল জয়ের দেখা পায়নি। তার মধ্যে শ্রীলঙ্কা একটি। এমন অবস্থায় শানাকাকে হারানো লঙ্কানদের আরও ব্যাকফুটে পাঠিয়ে দিতে পারে!
আইসিসির অনুমোদন পাওয়ার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তারা বলছে, ‘২৩টি ওয়ানডে খেলা করুণারত্নকে শানাকার রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেওয়া হয়েছে। ডান উরুর পেশিতে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শানাকা। গত ১০ অক্টোবরও ইনজুরি নিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ খেলেছিলেন তিনি। চোট থেকে সেরে উঠতে তার কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।’
শানাকার জায়গায় শ্রীলঙ্ককে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি।
মন্তব্য করুন