রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতে মাত্র ১৩ ওভারে স্কোর বোর্ডে একশো রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। তাদের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে আগাচ্ছিল আফগানরা। কিন্তু ইংলিশ স্পিনারদের ভেল্কিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইনআপ। বিনা উইকেটে ১১৪ থেকে ১৯০ রান তুলতেই খুইয়েছে প্রথম সারির ব্যাটাররা।
ইব্রাহিম জাদরানকে ১১৪ রানে ফেরানোর দুই রান পর রহমত শাহকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন আদিল রশিদ। ১২২ রানের মাথায় ৫৭ বলে ৮০ ক্যামিও খেলে বিদায় নেন মারকুটে ওপেনার গুরবাজ। আরেক লেগ স্পিনার লিভিংস্টোন ফেরান আজমতকে। ৩৬ বলে ১৪ রান করা আফগান অধিনায়ক শাহিদিকে বোল্ড করেন রুট। ১৯০ রানে ষষ্ঠ উইকেট হিসেবে আউট হন মোহাম্মদ নবী।
মন্তব্য করুন