২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাস্পিয়ন ইংল্যান্ডকে ২৮৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট ধরে রেখেছে আফগানরা। ৩ রানের মাথায় ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে লেগ বিফোরে ফিরিয়েছেন আফগান পেসার ফজল হক ফারুকী।
এর আগে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতে মাত্র ১৩ ওভারে স্কোর বোর্ডে একশ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। তাদের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে আগাচ্ছিল আফগানরা। কিন্তু ইংলিশ স্পিনারদের ভেল্কিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইনআপ। বিনা উইকেটে ১১৪ থেকে ১৫২-তে পৌঁছাতে চার উইকেট হারায় আফগানিস্তান।
ইব্রাহিম জাদরানকে ২৪ রানে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন লেগস্পিনার আদিল রশিদ। ১২২ রানের মাথায় ৫৭ বলে ৮০ ক্যামিও খেলে বিদায় নেন মারকুটে ওপেনার গুরবাজ। অলরাউন্ডার ওমারজাইকে ১৯ রানে ফেরান আরেক লেগি লিভিংস্টোন। আফগান অধিনায়ক শাহিদি ৩৬ বলে ১৪ রানে বোল্ড হন রুটের বলে। ১৯০ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন অলরাউন্ডার মোহাম্মদ নবী। ইকরাম আলি খিল একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৫৮ রানে ফেরেন। এ ছাড়া মুজিব ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। আদিল রশিদ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।
মন্তব্য করুন