বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
রায়হান রাসেল
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ
ফিরে দেখা ২০২৩

ক্রিকেটজুড়ে অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব, ভারতের শোক

ওয়ানডে বিশ্বকাপের ট্রফি নিয়ে অজিদের উল্লাস। ছবি: সংগৃহীত
ওয়ানডে বিশ্বকাপের ট্রফি নিয়ে অজিদের উল্লাস। ছবি: সংগৃহীত

শুধু অস্ট্রেলিয়ার রাজত্বই নয়, বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক চমকজাগানিয়া পারফরম্যান্স ছিল। কিছু দলের উত্থান সঙ্গে পতনের সাক্ষী হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ২০২৩ সালের ফিরে দেখায় আজ থাকছে আন্তর্জাতিক ক্রিকেটে ঘটে যাওয়া ঘটনাপুঞ্জি—

ওয়ানডের শ্রেষ্ঠত্বের পুনরুদ্ধার হার না মানার মানসিকতার সঙ্গে নিখুঁত পেশাদারত্ব—অস্ট্রেলিয়াকে করেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি। দুর্দান্ত পারফরম্যান্সে বছরটা নিজেদের করে নেয় অজিরা। ওয়ানডে বিশ্বকাপ জয়ের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছে তারা। ইংল্যান্ডের মাটিতে ধরে রেখেছে অ্যাশেজ। তাই তো স্বপ্নের মতো কাটানো ২০২৩ সালটা মোটেও ভুলতে চাইবে না অজিরা।

এ বছর অক্টোবর-নভেম্বরে ভারতে বসে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। প্রথম দুই ম্যাচে হেরে আসর শুরু করে রেকর্ড বিশ্বজয়ীরা অজিরা। কিন্তু নামটি যখন অস্ট্রেলিয়া, তখন তারা ঘুরে দাঁড়াবে না, তা কি হয়? টানা ৯ ম্যাচ জিতে বিশ্ব জয়ের মুকুটে যোগ করেছে আরও একটি পালক।

টেস্টেও চ্যাম্পিয়ন এর আগে জুনে অজিরা জেতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই ফাইনালেই তাদের প্রতিপক্ষ ছিল ভারত। ভারতীয়দের জন্য ২০২৩ সাল ছিল হৃদয় ভাঙার। আইসিসির দুই শিরোপা জয়ের খুব কাছে গিয়েও রোহিত-কোহিলদের ফিরতে হয়েছে খালি হাতে।

অনন্য হেড দুই ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ট্রাভিস হেড। ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৬৩ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রান তাড়ায় খেলেন ১৩৭* রানের চোখ ধাঁধানো ইনিংস।

ম্যাক্সওয়েলের তাণ্ডব বিশ্বকাপ জয়ের পথে কম অবদান রাখেননি গ্লে ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। আফগানদের বিপক্ষে চরম বিপর্যয়ের মুখে ইনজুরি নিয়ে ব্যাট করে, প্রথম অজি ব্যাটার হিসেবে ওয়ানডেতে করেন ডাবল সেঞ্চুরি।

অ্যাশেজে রাজত্ব জুন-জুলাইয়ে ইংল্যান্ডের আলোচিত ‘বাজবল’ কৌশল গুঁড়িয়ে অ্যাশেজ সিরিজ নিজেদের কাছে রেখে দেয় অস্ট্রেলিয়াই।

নারী ক্রিকেটেও অজিদের দাপট এ বছর নারী ক্রিকেটেও দাপট ছিল অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জেতে অজি মেয়েরা। তবে টেস্টে ভারতের কাছে প্রথমবারের মতো হারের তেতো স্বাদ পায় তারা।

এশিয়ার সেরা ভারত হতাশার বছরে ভারতের সবচেয়ে বড় সাফল্য এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন। হাইব্রিড মডেলের এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে অষ্টমবার মতো শিরোপা জেতে ভারত।

কোহলির রেকর্ড এ বছর রেকর্ড গড়ে ইতিহাসে নাম লেখান বিরাট কোহলি। গড়েন ওয়ানডেতে সবচেয়ে বেশি পঞ্চাশ সেঞ্চুরির রেকর্ড। ছাড়িয়ে যান স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির কীর্তি। বিশ্বকাপেও ছিলেন দুর্দান্ত। প্রথম ব্যাটার হিসেবে এক আসরে করেন সাতশ রানের কীর্তি। এ ছাড়া এক আসরে প্রথমবারের মতো দেখা যায় ৯টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস, যান তিনটি সেঞ্চুরি।

ডাচ-আফগানদের চমক এ বছর দারুণ কেটেছে নেদারল্যান্ডসের। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো টেস্ট প্লেয়িং নেশনকে পেছনে ফেলে বিশ্বকাপে খেলে ডাচরা। এরপর দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিপক্ষে জয় পায় তারা। ক্রিকেটে যে আফগানরা দ্রুত উন্নত হচ্ছে তার প্রমাণ পাওয়া যায় এই বিশ্বকাপে। ইংল্যান্ডকে হারানোর পর পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিতে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছিল।

উগান্ডা-কানাডার উত্থান ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব হয়েছে এ বছর। সেখানে চমক দেখায় উগান্ডা ও কানাডা। আফ্রিকা অঞ্চল থেকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা। আর আমেরিকা অঞ্চলের বাছাই থেকে প্রথমবার টি-টোয়েন্টির বৈশ্বিক আসরের টিকিট নিশ্চিত করেছে কানাডা।

২০২৩ সালকে ওয়ানডের বছরও বলা যায়। এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ২১৮টি ওয়ানডে ম্যাচ হয়েছে এ বছর। এর আগে এক বছরে সবচেয়ে বেশি ওয়ানডে হয়েছিল ২০০৭ সালে, ১৯১টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X