ওয়ানডে বিশ্বকাপে আগের ম্যাচে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে আফগান রুপকথার জন্ম দিয়েছিলেন রশিদ-নবীরা। সেই একই লক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। টস হেরে ব্যাটিং নেমে মাত্র এক উইকেট হারিয়ে দলীয় শতরানের দেখা পায় কিউইরা। তবে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরেছে বর্তমান রানার্সআপরা।
বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলে ডেভন কনওয়ে ও উইল ইয়াং। ১৮ বলে ২০ রান করে মুজিবের বলে ফিরে যান কনওয়ে। দ্বিতীয় জুটিতে ৭৯ রান সংগ্রহ করেন রবীন্দ্র-ইয়াং। দলীয় ১০৯ রানে কিউই শিবিরে জোড়া আঘাত হানেন আফগান পেসার ওমরজাই। ২১তম ওভারে রবীন্দ্র ও ইয়াংকে ফিরিয়ে দেন এই পেস অলরাউন্ডার। পরের ওভারে বিধ্বংসী অলরাউন্ডার মিচেলকে মাত্র ১ রানে সাজঘরে ফেরত পাঠান রশিদ খান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ১২৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথাম ১০ এবং গ্লেন ফিলিপস ৫ রানে অপরাজিত আছেন।
মন্তব্য করুন