স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের ছায়ায় তামিম

তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে সবচেয়ে বড় চমক ছিল অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের না থাকা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক তামিম,তানজিদ হাসান তামিম। দুজনের নাম ছাড়াও ব্যাটিংয়েও মিল ছিল অনেক। ভারতের বিপক্ষে সেই মিলটিই দেখা গেল।

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অনেকেই ছোট তামিমের মাঝে তামিম ইকবালের ছায়া খুঁজে পেয়েছিলেন,জুনিয়র তামিম নিজেও হয়তো সেটাই ভেবেছিলেন। ছোট থেকেই যে তামিমকে দেখে বড় হওয়া সেই তামিমের মত খেলতে পারাটা কিংবা তামিমের জায়গাতে তামিমের মত করে পারফর্ম করাটা মোটেও সহজ নয় তবে কঠিন ব্যাপারটা সুন্দর সাবলীল ব্যাটিংয়ে সহজ ভাবে উপস্থাপন হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে ।

একই সাথে তামিম ইকবালের ছায়াটাও খুঁজে পাওয়া গেছে। কিভাবে ? সে প্রশ্নের উত্তর জানতে ফিরতে হবে ২০০৭ মার্চ মাসের ৩ তারিখে। ওয়ার্ল্ড কাপে তামিম ইকবালের প্রথম ম্যাচ, প্রথম অর্ধশতকটাও সেই ভারতের বিপক্ষে। এরপর মাঝে আরো তিন ওয়ার্ল্ড কাপ পার হয়েছে এবার ২০২৩ বিশ্বকাপে তামিমের বদলে সেই একই পজিশনে আরেক তামিম। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে তামিমেরও অর্ধশতক। দুজনের প্রথম বিশ্বকাপ হিসেবে ভারতের বিপক্ষে প্রথম অর্ধশতক, অর্ধশতকের পর রান সংখ্যার অবশ্য বিশেষ একটা মিল আছে দুজনেই করেছেন ৫১ রান। ৫১ রান করতে তামিম ইকবালের লেগেছিল সাত টা চার ,২ টা ছক্কা। আর তানজিদ তামিমের লাগলো পাঁচটা চার তিনটা ছক্কা। তানজিদ হাসান তামিমের এই ইনিংসটা প্রমাণ করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথ পাড়ি দিতেই মুখিয়ে আছেন ঠিক তামিম ইকবালের মতই।

এশিয়া কাপের সময় ছোট তামিমের মধ্যে লম্বা পথ পাড়ি দেয়ার সম্ভাবনা দেখেছেন খালেদ মাহমুদ সুজনও- এশিয়া কাপ পূর্বে তিনি বলেছিলেন ‘আমি মনে করি, এই ছেলের লম্বা পথ পাড়ি দেওয়ার, বড় ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে। এশিয়া কাপে যদি ও ব্যর্থ হয়, আমি একটুও চিন্তা করব না।’ অবশ্য চিন্তা করার কোন প্রয়োজনও পড়েনি। এশিয়া কাপে মোটামুটি পারফর্ম করার পর বিশ্বকাপে সুযোগ পেয়েছেন। তামিম বিশ্বকাপে শুরুতে কিছুটা মোড়ানো ছিলেন ভারতের বিপক্ষে ম্যাচে নিজেকে মেলে ধরেছেন এই ধারা অব্যাহত থাকলে তিনি নিঃসন্দেহে অনেক বড় হবেন।

কিছুদিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বাংলাদেশের বাঁহাতি ওপেনার ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিংয়ে তার স্বদেশী তারকা সাঈদ আনোয়ারের ছায়া দেখতে পান। তামিমের সঙ্গে এক ইউটিউব লাইভ আড্ডায় এ কথা বলেছেন রমিজ। এখন তামিমের ছায়া খুঁজে পাওয়া যাচ্ছে ছোট তামিমের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X