স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এটি বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ: সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ভারতে বিশ্বকাপের উদ্দেশে রওনা দেওয়ার আগে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। তবে টানা পাঁচ হারে অবস্থা এমন দাঁড়িয়েছে এখন বিশ্বকাপের বাকি তিন ম্যাচ কোনোভাবে শেষ করে আসতে পারলে বাঁচে সাকিব আল হাসানের দল। শিরোপাস্বপ্ন নিয়ে ভারতে যাওয়া দলের এমন পারফরম্যান্সের পর ক্রিকেট মহলে প্রশ্ন উঠে গেছে -এটাই কি বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ?

শনিবার (২৮ অক্টোবর) কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে লজ্জাজনক হারে পুড়তে হয়েছে বাংলাদেশকে। ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। অথচ আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করেছিল সাকিবরা।

গতবারের মতো এবারও গ্রুপ পর্বে নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে টাইগাররা। হাতে আছে আরও তিনটি ম্যাচ।

গতবারও নয় ম্যাচের গ্রুপ পর্বে তিনটি জয় পেয়েছিল বাংলাদেশ। এ ছাড়া ২০১৫ ও ২০০৭ সালেও তিনটি করে ম্যাচ জিতেছিল টাইগাররা। এর মধ্যে ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল ও ২০০৭ সালে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে খেলেছিল টাইগাররা, যা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য।

এশিয়া কাপের সময় বাংলাদেশের অধিনায়ক সাকিব বলেছিলেন, আগের বিশ্বকাপগুলোয় তিনটি করে ম্যাচ জিতলেও সেটা তার কাছে আহামরি পারফরম্যান্স মনে হয়নি। তাই এদিন তাকে জিজ্ঞেস করা হয়, নেদারল্যান্ডসের ম্যাচটা যদি ধরা হয় তবে, এটাই কি বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ?

এই প্রশ্নের জবাবে সাকিবের দ্বিধাহীন স্বীকারোক্তি, ‘এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি দ্বিমত পোষণ করব না। এটা বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ।’

এই পরিস্থিতি থেকে বাংলাদেশের বের হওয়াটা কঠিন বলে জানিয়ে রাখলেন সাকিব, ‘সত্যি বলতে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। যেহেতু তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের হাতে। তবে খুবই কঠিন। কিন্তু চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের এখন কিছু করার নেই। আজকের দিনটা আমরা যদি ভুলে যেতে পারি এবং ভালোভাবে সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দিতে পারি। খুবই কঠিন এই জিনিসটা করা। যে পরিস্থিতির ভেতরে এখন আমরা আছি সেখান থেকে কামব্যাক করা কঠিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার হয়েছে : তারেক রহমান

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের কড়া সমালোচনা সাবেক ভারতীয় তারকার

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / রোগী দেখার পাশাপাশি গণভোটের প্রচারে চিকিৎসকরা

জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মাধ্যমে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান / ৪ কোটি নারীর হাতে থাকবে ফ্যামিলি কার্ড

৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

১০

পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

১১

১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ৪০ গোল দূরে রোনালদো

১২

নাটোর-২ আসনের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

১৩

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

১৪

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ 

১৫

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

১৬

ভাইবোনের উপহারে ছাড় দিলেও শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর

১৭

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ

১৮

৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

১৯

জব্দকৃত ১০৩ মণ জাটকা গেল এতিমখানায়

২০
X