দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পাকিস্তান। তার ওপর আবার জরিমানার কবলে পড়েছে দলটি। প্রোটিয়াদের বিপক্ষে স্লো ওভার রেট অর্থাৎ মন্থর বোলিংয়ের কারণে জরিমানার সম্মুখীন হয়েছে বাবর বাহিনী।
গত শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হেরে যায় পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি বাবর বাহিনী। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী, পাকিস্তানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসির নিয়মে বলা আছে, নির্ধারিত সময়ের পর অন্তত এক ওভার বোলিং করা হলে নির্দিষ্ট দলের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়ার বিধান রয়েছে। কিন্তু পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে ৪৬ ওভার বোলিং শেষ করে। অর্থাৎ চার ওভার কম করেছে। তাই ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে গোটা দলকে।
পাকিস্তানের বিপক্ষে অভিযোগ উত্থাপন করেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও পল রাইফেল, থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের দোষ স্বীকার করে নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সে কারণে আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
চলতি বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। প্রতিযোগিতার শেষ চারে খেলতে হলে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে। এমনকি অন্যান্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে বাবরদের। আগামী ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
মন্তব্য করুন