বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে দারুণ এক কৃতিত্ব গড়লেন বিরাট কোহলি। ‘ক্রিকেট ইশ্বর’ শচীন টেন্ডুলকারের সমান ৪৯তম সেঞ্চুরি হাঁকালেন ৩৫ বছরে পা রাখা ভারতীয় তারকা। কিং কোহলি ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৩৩০ রানের বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত। রোববার (০৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে প্রোটিয়াদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩২৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষ্যে সর্বোচ্চ ১০১ রান করেন কোহলি। এছাড়া শ্রেয়াস আইয়ার ৭৭ রানের ইনিংস খেলেন।
ইডেনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুভমান গিলকে নিয়ে ঝোড়ো গতিতে ৬২ রানের পার্টনারশিপ গড়েন হিটম্যান রোহিত। ২৪ বলে ৪০ রানে রাবাদার শিকারে পরিণত হন ভারত অধিনায়ক। শুধু পাওয়ারপ্লেতেই ৯১ রান জড়ো করে ভারত। আরেক ওপেনার গিল ২৩ রানে বিদায় নেন।
নিজের ৩৫তম জন্মদিন দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে উদযাপন করেন বিরাট কোহলি। তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১৩৪ রানের জুটি গড়েন। নিজের ব্যক্তিগত ফিফটিতে ৭৭ রানে আউট হন আইয়ার। আর ১১৯ বলে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। একই সঙ্গে শচীন টেন্ডুলকারের ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরিকে ছুঁলেন ৩৫তম জন্মদিনে পা রাখা কোহলি। শেষের দিকে সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাদেজার ঝোড়ো ইনিংসে ৩২৬ রান সংগ্রহ করে ভারত।
মন্তব্য করুন