শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতল জ্যোতিরা  

মুর্শিদা ও ফারজানার ব্যাটে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি
মুর্শিদা ও ফারজানার ব্যাটে বড় জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পুরুষ দল দেশের ক্রিকেট ভক্তদের হতাশাই উপহার দিয়ে আসছে। আট ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আটে। তবে সাকিবদের করুণ অবস্থার মধ্যে দেশের ক্রিকেট ভক্তদের উল্লাসের উপলক্ষ্য এনে দিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। পাকিস্তান নারী দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের সিরিজ নির্ধারণী ম্যাচে বড় জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুনের ব্যাটিং নৈপুণ্যে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১০ নভেম্বর) মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের দেওয়া ১৬৭ রান তাড়ায় নেমে ২৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় টাইগ্রেসরা। জোড়া ফিফটি করে বড় জয়ের ভিত গড়েছেন ফারজানা ও মুর্শিদা। পাকিস্তানের পক্ষে ২ উইকেট তুলে নেন নাশরা সান্ধু।

লক্ষ্য সহজ হলেও এদিন শুরু থেকেই দেখে সতর্কভাবে খেলতে থাকেন ফারজানা ও মুর্শিদা। পাকিস্তানি বোলারদের হতাশ করে ওপেনিং জুটিতে দলকে এনে দেন ১২৫ রানের বড় সংগ্রহ। নারী দলের ওয়ানডে ইতিহাসে ওপেনিংয়ে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে শুকতারা রহমান ও শারমিন আক্তারের করা ১১৩ রান ছিল সর্বোচ্চ। দলের জয়ের জন্য ৯০ বলে যখন মাত্র ৪২ রান প্রয়োজন তখন নাশরা সান্ধুর বলে এলবিডব্লিউ হন ফারজানা। তার আগে ১১৩ বলে ৫ চারের মারে খেলে যান ৬২ রানে দারুণ এক ইনিংস।

এক ওভার বিরতি দিয়ে আক্রমণে এসে মুর্শিদাকেও ফেরান নাশরা। মাঠ ছাড়ার আগে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মুর্শিদা। আগের ক্যারিয়ার সেরা ৫১ রানের ইনিংস ছাপিয়ে ১০৬ বলে ৬ চারের মারে এদিন তিনি করেন ৫৪ রান। এরপর ক্রিজে এসে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ভুল বোঝাবুঝিতে বল মোকাবিলার আগেই রান আউট হন ফাহিমা। এরপর সোবানা মোস্তারিকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জ্যোতি। মোস্তারি ৩০ বলে ১৯ আর জ্যোতি ২৫ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে গিয়ে বড় সংগ্রহের আভাস দিয়েছিল পাকিস্তান। কিন্তু নাহিদাদের স্পিন তোপে বেশিদূর এগোতে পারেনি তারা। উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ৬৫ রান এনে দেন সাদাফ শামাস ও সিদরা আমিন। ৬১ বলে ৩১ রান করা সাদাফ শামাসকে এলবিডব্লিউ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান নাহিদা আক্তার। দ্বিতীয় উইকেটে মুনীবা আলির সঙ্গে ২৮ রানের জুটি গড়েন ওপেনার সিদরা আমিন। ৩৬ বলে ১৪ রান করা মুনীবা দলীয় ৯৩ রানে স্বর্ণা আক্তারের শিকার হন।

এরপর সিদরা একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখলেও টাইগ্রেস স্পিনারদের তোপে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন বিসমাহ মারুফ, আলিয়া রিয়াজ, নিদার দার ও নাজিয়া আলভিরা। চার জনের মধ্যে সর্বোচ্চ ৮ রান করেছিলেন নিদা দার। অষ্টম উইকেটে এসে ৯ বলে ১১ রান করে নাহিদা শিকার হন দিয়ানা বাইগ। শেষ উইকেটে সিদরাকে সঙ্গ দেন সাদিয়া ইকবাল। ওয়ান ম্যান আর্মি হয়ে ১৪৩ বল মোকাবিলায় শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত থাকেন সিদরা।

টাইগ্রেসদের পক্ষে ১০ ওভারে ৩ মেডেনে মাত্র ২৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। ৩৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রাবেয়া খান।

এর আগে সিরিজের প্রথমে ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় লড়াকু পুঁজি না পাওয়ায় ৫ উইকেট হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে বোলারদের দারুণ নৈপুণ্যে ১৬৯ রানের টার্গেট দিয়ে পাকিস্তানকে ১৬৯ রানেই আটকে দিয়েছিল টাইগ্রেসরা। এরপর সুপার ওভারে নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিং আর ব্যাটিংয়ে সোবানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতির বীরত্বে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। আর আজ বোলিং-ব্যাটিং দুই বিভাগের দারুণ নৈপুণ্যে সিরিজের শেষ ম্যাচটিও জিতে নিল টাইগ্রেসরা।

তাতে চট্টগ্রামে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজটাও জিতে পাকিস্তানকে খালি হাতে ফেরত পাঠাল লাল-সবুজের প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

বিগত ১৫ বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল : তারেক রহমান

১০

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

১১

বিএনপির আরেক নেতাকে গুলি

১২

এবার দেশে স্বর্ণের দামে বড় পতন

১৩

এবার পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

১৪

তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান সালামের

১৫

চট্টগ্রাম-৫ আসন / মীর হেলালের নির্বাচনী প্রচারণা শুরু

১৬

ঢাকা-৭ আসনে বিএনপির প্রার্থী হামিদের দিনভর গণসংযোগ

১৭

অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

১৮

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

১৯

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

২০
X