স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে নজর থাকবে যাদের ওপর

সেমিফাইনালের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারে যারা। ছবি : সংগৃহীত
সেমিফাইনালের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখতে পারে যারা। ছবি : সংগৃহীত

দশ দল নিয়ে শুরু ক্রিকেট বিশ্বকাপ এখন নেমে এসেছে চার দলে। বাকি আর মাত্র তিন ম্যাচ এর মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের শিরোপা কোথায় যাচ্ছে। আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে স্বাগতিক ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া এই হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে থাকবে পুরো ক্রিকেট বিশ্ব। দুই ইনফর্ম দলের এই লড়াইয়ের মধ্য দিয়েই নির্ধারিত হবে ১৯ তারিখের ফাইনালে কোন দল যাবে আর কোন দল বাড়ি ফিরবে? আর এটি নির্ধারণ করে দেওয়ার জন্য দুই দলেই আছে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় যাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। এখন দেখে নেওয়া যাক দুই দলের এমন কিছু খেলোয়াড় যারা ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে।

ভারত দল

ভারতের প্রথম একাদশে খেলা প্রায় সবাই ভালো ফর্মে থাকলেও প্রধান যে তিনজন নিউজিল্যান্ডকে সমস্যায় ফেলতে পারেন তারা হলেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহ।

১. বিরাট কোহলি

এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের সব থেকে সফলতম ব্যাটার তিনি। নয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫৯৪ রান। ৯৯ গড় ও ৮৮.৫২ স্ট্রাইক রেটে বিপক্ষ দলের ব্যাটারদের কচুকাটা করেছেন তিনি যার মধ্যে রয়েছে দুইটি শতকও। বিরাটের ব্যাটিং ভারতীয় দলের ভরসার অন্যতম প্রধাণ কারণ। চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত বিরাটের তেমন কোনো ভুল চোখে পড়েনি। যখন প্রয়োজন হয়েছে ধরে খেলেছেন, যখন দরকার পড়েছে হাত খুলে খেলেছেন। প্রতিটি পরিস্থিতিতে বিরাট নিজের নামের মতোই খেলেছেন। তাই তাকে থামাতে না পারলেও সমস্যায় পড়বে নিউজিল্যান্ড।

২. রবীন্দ্র জাদেজা

এবারের বিশ্বকাপের অন্যতম সেরা অলরাউন্ডার। ব্যাট হাতে ৯ ম্যাচে রান করেছেন ১১১। শেষ দিকে নেমে প্রয়োজনে জুটি বেঁধেছেন। আবার প্রয়োজনে দ্রুত রান করেছেন। ফিনিশারের ভূমিকায়ও দেখা গিয়েছে জাদেজাকে। আবার বল হাতেও ৯ ম্যাচে নিয়েছেন ১৬টি উইকেট। সব থেকে ভালো ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩ রান দিয়ে ৫ উইকেট।

৩. জাসপ্রীত বুমরাহ

এই বিশ্বকাপে ভারতের দুর্দান্ত বোলিংয়ের মূল কারিগরই এই রহস্য পেসার। প্রতিটি ম্যাচেই ভারতের বোলিংকে খুব ভালো শুরু দিয়েছেন বুমরাহ। পাওয়ার প্লে-তে উইকেট নিয়েছেন। চলতি প্রতিযোগিতায় ৯টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন বুমরাহ। ওভার প্রতি মাত্র ৩.৬৫ রান দিয়েছেন তিনি। আবার পুরোনো বলেও ভাল বল করেন বুমরা। ডেথ ওভারে বলের গতির তারতম্য করেন তিনি। করেন ইয়র্কারও। তাই বুমরাহকে খেলতে না পারলে কিউইদের জন্য কঠিন কিছুই অপেক্ষা করছে।

নিউজিল্যান্ড

ভারতের মতো নিউজিল্যান্ডের প্লেয়াররা ওইরকম ফর্মে না থাকলেও কিউইদের বেশ কিছু খেলোয়াড় আছে যারা মুহূর্তের মধ্যেই যে কোনো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মেন ইন ব্লুদের যে তিনজন কিউই সমস্যায় ফেলতে পারেন তারা হলেন রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট।

১. রাচিন রবীন্দ্র

ভারতের দুই ক্রিকেট মহাতারকার নামজুড়ে রাখা হয়েছে তার নাম। সেই রাচিন ভারতের মাটিতেই অবিশ্বাস্য দাপট দেখাচ্ছেন। প্রথমবার ভারতে খেলছেন দেখে কেউ বলবে না। তিনটি শতরানসহ ৫৬৫ রান করেছেন। প্রথম বিশ্বকাপেই অভূতপূর্ব সাফল্য। তাকে ফেরাতে না পারলে ভারতকে লম্বা লক্ষ্য তাড়া করতে হতে পারে।

২. কেইন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের অধিনায়কের ক্রিকেট দক্ষতার কথা করো অজানা নয়। তিনিও ভারতের পিচে পরীক্ষিত। প্রচুর রান করেছেন। স্পিন এবং পেস, দুটোই সমান ভাবে খেলতে পারেন। নিজের দিনে জ্বলে উঠলে লাইমলাইট একাই নিয়ে নিতে পারেন।

৩. ট্রেন্ট বোল্ট

বাঁ হাতি পেসার। এই একটি বৈশিষ্ট্যই ভারতের ব্যাটারদের মধ্যে ঘাম ঝরানোর জন্য যথেষ্ট। গত বিশ্বকাপে এই সেমিফাইনালেই মেঘলা আকাশে বোল্টের বোলিংয়ের কথা কেউ ভুলে যাননি। ভারতের টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন। অতটা সুবিধা ওয়াংখেড়ের পিচে পাবেন না ঠিকই। কিন্তু শুরুতে কয়েকটা উইকেট তুলে নিলে ভারতের ব্যাটিং ধসে যাবে না কে বলতে পারে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন 

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

বাংলাদেশ-পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়

রেকর্ড ভেঙেও আকরামকে শীর্ষে রাখলেন স্টার্ক

কালবেলায় সংবাদ প্রকাশের পর পুলিশে রদবদল, সিএমপি পেল ২২ জন

ব্রিটিশ সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

চায়ের দোকানে কৃষককে গুলি করে হত্যা

১০

তারেক রহমান এসএসএফের নিরাপত্তা পাবেন কিনা, জানালেন রিজওয়ানা 

১১

খালেদা জিয়ার আপসহীন অবস্থান জাতির জন্য চিরকাল স্মরণীয় : মাসুদ সাঈদী

১২

শাকসু নির্বাচনে ২৫১ জনের মনোনয়ন সংগ্রহ, নারী প্রার্থী ৩৪

১৩

গোয়াল ঘরে আগুনে পুড়ে ৫ গবাদি পশুর মৃত্যু

১৪

বিএনপি উন্নয়নের রাজনীতি করে, জামায়াত বিশ্বাসঘাতকতার : কাজী আলাউদ্দিন

১৫

চিলমারীতে হানাদার মুক্ত দিবস পালিত

১৬

খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যার চেষ্টা হয়েছে : খায়রুল কবির 

১৭

চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশ শুক্রবার

১৮

খালেদা জিয়ার আরোগ্য কামনায় শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

১৯

লন্ডনে জামায়াত সেক্রেটারি / সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন

২০
X