আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০১৯ সালে টাইগারদের নেতৃত্বে থাকাকালীনও নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে জিতে সংসদ সদস্য নির্বাচিত হন নড়াইল এক্সপ্রেসখ্যাত তারকা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন মাশরাফী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেট অঙ্গন থেকে মনোনয়ন পাওয়া নতুন মুখ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কিনিছেলেন। তবে মাগুরা-১ আসন থেকেই নৌকার টিকিট পেলেন সাকিব।
মন্তব্য করুন