কয়েক মৌসুম ধরে তিন ভেন্যুতে হয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ভেন্যু বাড়ানো নিয়ে সব সময় হতাশার কথাই শোনা গেছে বিসিবির পক্ষ থেকে। তবে এবার আশার কথা শোনালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বিপিএলের জন্য আরেকটি ভেন্যু বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের গত মৌসুমের কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আগামী মৌসুমে বিপিএলের ভেন্যু বাড়তে পারে কি-না এ প্রশ্নে তিনি বলেন, ‘খুলনার চেয়ে রাজশাহীকে আমরা একটু এগিয়ে রাখব। রাজশাহীতে দেওয়ার ইচ্ছে আছে আমাদের। এবার না পারলেও আগামী মৌসুম থেকে আমরা চেষ্টা করব। কারণ, খুলনাতে যেটা হয়েছে, আমাদের খুব ভালো মানের হোটেল দরকার ৩-৪ টা। খুলনাতে এরকম নেই। রাজশাহীতে দুটো নতুন হোটেল হয়েছে। এদিক থেকে আমরা রাজশাহীকে এগিয়ে রাখছি।’
মন্তব্য করুন