সিরিজ শুরুর আগে চোট পুরোপুরি সেরে না উঠার কথা বলেছিলেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এরপর সহ-অধিনায়ক প্রশ্নে বিসিবির কোটে বল ঠেলে দিয়েছিলেন তিনি। অবশেষে আফগানিস্তান সিরিজে তামিমের ডেপুটি কে জানা গেছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, এ সিরিজে তামিমের ডেপুটি হিসেবে থাকবেন লিটন দাস।
জালাল বলেন, ‘আমরা এই সিরিজের জন্য লিটনকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছি। শুধু এই সিরিজে সে সহ-অধিনায়ক থাকবে। পরবর্তীতে বাকিটা দেখা যাবে।’
তামিমের চোট থাকায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন লিটন। সে সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। এ ছাড়াও কিছুদিন আগে সাকিব আল হাসানের চোটে আফগানদের বিপক্ষে টেস্টে অধিনায়কত্ব করে দলকে জেতান লিটন।
মন্তব্য করুন