তামিম ইকবালের আকস্মিক অবসর ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন ক্রিকেটাররা...
তাসকিন আহমেদ
আপনার সঙ্গে সফরটা ছিল দীর্ঘ। দুজনের মাঠ ও মাঠের বাইরের অনেক স্মৃতি রয়েছে। ভাই ও অধিনায়ক হিসেবে যে সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে মিস করব তামিম ভাই।
লিটন দাস
আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না, আপনি আর বাংলাদেশের জন্য খেলবেন না। আপনাকে খুব মিস করব ভাই।
মেহেদী মিরাজ
১৫ হাজারেরও অধিক রান সমৃদ্ধ বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি! জীবন ও খেলায় আপনার কাছ থেকে অমূল্য শিক্ষা পেয়েছি তামিম ভাই। আপনার সহযোগিতা, অটল বিশ্বাস ও উৎসাহের জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। খোদা-প্রদত্ত গুণাবলি সমৃদ্ধ অসাধারণ ক্রীড়াবিদ আপনি। খেলোয়াড়, ভক্ত এবং খেলা আপনাকে মিস করবে তামিম ভাই।
মন্তব্য করুন