পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ পদত্যাগ করেছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের কাছে মসি চেয়ারম্যান ও সদস্য পদ থেকেও পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন পাক ক্রিকেট প্রধান।
শুক্রবার (১৯ জানুয়ারি) লাহোরে ম্যানেজিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা দেন জাকা আশরাফ।
জাকা আশরাফ সভা শেষে বলেন, ‘আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ। পাকিস্তান ও পাকিস্তানের ক্রিকেটের উন্নতির জন্য আমার প্রার্থনা অব্যাহত থাকবে।
২০২৩ সালের জুলাই মাসে জাকা আশরাফকে পিসিবির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই সময়টায় বেশ বিতর্কিত হন। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়।
মন্তব্য করুন