ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের জন্য চট্টগ্রামকে সহজ লক্ষ্য দিল ঢাকা  

আল আমিনের বোলিংই সবচেয়ে বেশি ভুগিয়েছে ঢাকাকে। ছবি : সংগৃহীত
আল আমিনের বোলিংই সবচেয়ে বেশি ভুগিয়েছে ঢাকাকে। ছবি : সংগৃহীত

একদিন বিরতির পর আবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর বিরতির পর এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে শুভাগত হোমসের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে প্রথমে বোলিং নিয়ে দুর্দান্ত ঢাকাকে ১৩৬ রানেই আউট থামিয়েছে চট্টগ্রাম।

সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আল আমিনের পেস তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে ঢাকা। ১৫ রানের খরচায় ২টি উইকেট শিকার করেন চট্টগ্রামের আল-আমিন। এ ছাড়াও বিলালও নেন দুটি উইকেট।

কাগজে কলমে আসরের ফেভারিট না হলেও শুরুটা দারুণ হয়েছে দুদলেরই। ঢাকা নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। আর চট্টগ্রামের জয়টা গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। তবে পরের দিনই অবশ্য খুলনার কাছে পরাজয় মানতে হয়েছে চট্টগ্রামের। সোমবার দুদলই মাঠে নেমেছে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে।

তবে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের তোপে উইকেট হারাতে থাকে তারা। দলের খাতায় ১ রান যোগ হতেই আল আমিনের বলে আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হন লঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকা। এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি সাইফ হাসান। আল আমিনের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি।

পরের ওভারেই ০ রানে সাজঘরে ফেরেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রসকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন মোহাম্মদ নাঈম। ১১ বলে ৮ রান করে দলীয় ৩১ রানে তিনি শিকার হন নিহাদুজ্জামানের। সে চাপ সামলে না উঠতেই দুই বল পর রান আউটের শিকার হন রস।

এরপর অবশ্য গুনাথিলাকার কনকাশন সাব হয়ে নামা লাসিথ ক্রুসপুলে পথ দেখান ঢাকাকে। ইরফান শুক্কুরকে নিয়ে দলকে শতরানের মাইলফলক পার করান। ৩ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৪৬ রান করে ইনিংসের ১৬তম ওভারে আউট হন ক্রুসপুলে। পরের ওভারে বিলাল খানের বলে বোল্ড হন শুক্কুর। ২৬ বলে ২ চারের মারে ২৭ রান করেন তিনি।

দুজনের বিদায়ে মন্থর হয়ে আসে ঢাকার রানের গতি। শেষদিকে ৯ বলে ১৫ রান করে দলের সংগ্রহটা ১৩০ পার করে দেন পেসার তাসকিন আহমেদ। চট্টগ্রামের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন আল আমিন। ৪ ওভারে ১ মেডেনসহ ২ উইকেট তুলে নেন মাত্র ১৫ রান খরচায়। ২৮ রান খরচায় ২ উইকেট নেন বিলাল। এ ছাড়া ১টি করে উইকেট নেন শুভাগত হোম, নিহাদুজ্জামান ও কার্টিস ক্যাম্ফার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X