আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে ছিটকে গেছেন পেসার ইবাদত হোসেন। দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ের হাঁটুতে পাওয়া চোটে সিরিজ শেষ ডান হাতি এ পেসারের। বিসিবির একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আপাতত ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না ইবাদতের। এমআরআইয়ের রিপোর্ট না আসা পর্যন্ত বিস্তারিত জানা যাচ্ছে না। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও এ পেসারকে দলে পাওয়া নিয়ে শঙ্কা আছে। তবে চোট গুরুতর না হওয়ায় বড় কোনো অসুবিধা দেখছে না টিম ম্যানেজমেন্ট।
গতকাল (শনিবার) চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে তাসকিন আহমেদের পরিবর্তে দলে রাখা হয় ইবাদতকে। ৪২তম ওভারের তৃতীয় বল করতে গিয়ে আম্পায়ারের সঙ্গে লেগে পড়ে যান তিনি। এ সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়ে বসে যান। পরে স্ট্রেচার আনা হলেও পায়ে ভর করেই মাঠ ছাড়েন তিনি। এ সময় ডাগআউট থেকে ছুটে আসেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
মন্তব্য করুন