কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ম নীতিমালা চালু করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের বেশ কিছু মন্তব্য নিয়ে চিন্তিত দেশটির বোর্ড। মূলত সে কারণে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ম চালু করবে পিসিবি।
পাকিস্তানের ক্রিকেটারদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল ব্যবহার নিয়ে নিয়ম চালু করবে পিসিসি। এমনটায় এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম জিও নিউজ।
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ও বর্তমান দলপতি শাহিন শাহ আফ্রিদি টুইটারে মন্তব্য করেছিলেন। সায়া করপোরেশনের আয়োজনে ‘স্পেস সেশন’ অনুষ্ঠানে সাবেক পেসার মোহাম্মদ আমিরের জাতীয় দলে ফেরার নিয়ে কথা বলেন শাহিন আফ্রিদি। তখন টি-টোয়েন্টির বর্তমান অধিনায়ক জানান, আমিরের সঙ্গে আমি কথা বলে জানতে চাইব তিনি আবারও জাতীয় দলে ফিরতে চান কি না।
Babar Azam and Shaheen Afridi recently hosted spaces on X Read more: https://t.co/TKFoniyGlf#PakistanCricket pic.twitter.com/CrPqVX59Eo — Geo Super (@geosupertv) February 9, 2024
গত ১ ফেব্রুয়ারি টুইটার অ্যাকাউন্টে একটি লাইভ অনুষ্ঠান আয়োজন করেন বাবর। নানা বিষয়ে ভক্ত-সমর্থকদের প্রশ্নের উত্তর দেন। তবে লাইভ অনুষ্ঠানের মাঝপথে মোহাম্মদ রিজওয়ান বাবরকে প্রশ্ন করেন, ‘কখন বিয়ে করছ? রিজওয়ানকে জবাবে বাবর বলেন, তোমাকে গোপনে এই প্রশ্নের উত্তর দিব।
পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড়দের এমন মন্তব্য খুব একটা ভালোভাবে নেয়নি পিসিবি। নানা ধরনের বিতর্ক সৃষ্টি তৈরি হতে পারে বলেও মনে করে সংস্থাটি। এমনকি টুইটারে ক্রিকেটারদের মন্তব্য পিসিবির কেন্দ্রীয় চুক্তির বিষয়টিকে হালকা করে দেখা হচ্ছে বলে উদ্বিগ্ন দেশটির বোর্ড।
মন্তব্য করুন