ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৫:২৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

১২৬ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

উইকেট পেয়ে বাংলাদেশ দলের উল্লাস। ছবিঃ সংগৃহীত
উইকেট পেয়ে বাংলাদেশ দলের উল্লাস। ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। বাংলাদেশের পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করে আফগান টপ অর্ডাররা। দলীয় ১৫ রানের মধ্যেই তিন উইকেট তুলে নেন টাইগার পেসাররা। প্রথম পাওয়ার প্লেতে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে সক্ষম হয় আগেই সিরিজ নিশ্চিত করা আফগানিস্তান।

আজ দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে আসা শরীফুল ইসলাম নিজের দ্বিতীয় ওভারেই শিকার করেন দুই উইকেট। আগের ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগানো গুরবাজকে দলীয় ১৪ রানে ফেরত পাঠিয়েছে তাসকিন আহমেদ।

সাগরিকায় শুরু থেকেই সতর্ক ব্যাটিং শুরু করেন দুই আফগান ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। প্রথম ওভারে শরীফুল ওভার দ্য উইকেট থেকে অফ স্টাম্পের বাইরে বল করতে থাকেন। সে ফাঁদেই পা বাড়িয়ে দেন ইব্রাহিম জাদরান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন।

ওয়ান ডাউনে নামা রহমত শাহ টিকলেন মাত্র চার বল। এবারও শরীফুলের আঘাত। রহমত শাহ বলের পজিশনে যাওয়ার আগেই ব্যাটের কানা ছুঁয়ে কিপার মুশফিকের গ্লাভসে জমা হয়। আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান রহমানউল্লাহ গুরবাজও ফিরে যান ২২ বলে মাত্র ৬ রান করে। মুশফিকুর রহিম অনেকটা লাফিয়ে দুর্দান্ত ক্যাচে ফেরান আফগান ওপেনারকে।

অধিনায়ক হাসমাতুল্লাহ সাহিদি ও নজিবুল্লাহ জাদরানকে নিয়ে বিপদ থেকে দলকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৩২ রানে ব্যক্তিগত ১০ রানে আউট হন নজিবুল্লাহ। তবে বেশিক্ষণ টিকতে পারেননি আফগান দলপতি। ৫২ রানের সময় ২২ রান করে স্পিনার তাইজুলের শিকার হয়ে ফিরে যান তিনি। ইনিংসের শুরুতে তিন উইকেট নেওয়া ফাস্ট বোলার শরীফুল দ্বিতীয় স্পেলে ফিরে এসেই অভিষিক্ত আফগান বোলার আব্দুল রহমানকে আউট করেন।

একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই। অসাধারণ ব্যাটিং শৈলী প্রদর্শন করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। সর্বোচ্চ ৫৬ রানে তাসকিনের বলে আউট হওয়ার আগে দলকে ভরাডুবির হাত থেকে রক্ষা করেন। বাংলাদেশের শরীফুল ইসলাম ২১ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন। সাকিব ও মিরাজ একটি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮ লাখ টাকা রেটে চুক্তি, প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৮ 

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

গাজীপুরে তিতাসের গ্যাস লিকেজ, ৩০০ ফুট এলাকাজুড়ে আগুন

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

যুবদল নেতাকে বহিষ্কার

সংকটকালে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শক্তির প্রয়োজন : রবিউল

১০

আমি খালেদা জিয়ার একজন ভক্ত : উপদেষ্টা আসিফ নজরুল

১১

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

১২

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

১৩

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

১৪

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

১৫

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

১৬

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৭

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

১৮

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

১৯

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

২০
X