স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:০০ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নিজের আউটের ব্যাখ্যায় যা বললেন সৌম্য

সৌম্য সরকার । ছবি: সংগৃহীত
সৌম্য সরকার । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ মানেই যেন বিতর্ক। নাগিন ড্যান্স, টাইমড আউটের পর এবার বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেখা দিল নতুন বিতর্ক। গতকালের ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় সৌম্য সরকারের আউট হওয়ার পরেও রিভিউ নিয়ে বেচে যাওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ তো জানিয়ে দিলেন, এই সিদ্ধান্ত নিয়ে তারা ম্যাচ রেফারির দ্বারস্থও হবেন। এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তুও।

ঘটনাটা ঘটে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে। শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্ডোর বলে পুল করতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে পাঠান সৌম্য। এরপরই আম্পায়ার গাজী সোহেল শ্রীলঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন।

তবে সৌম্য সরকার রিভিউ নিলেন। এরপর তাকিয়ে থাকলেন বড় পর্দার দিকে। সেখানে আলট্রা-এজে স্পাইক দেখার পর আউট মনে করে ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেন। চোখেমুখে তখন তার রাজ্যের হতাশা। সেই হতাশা অবশ্য কিছুক্ষণের মধ্যেই আনন্দে রূপ নেয়। কারণ আলট্রা-এজে স্পাইক দেখানো সত্ত্বেও টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান ঘোষণা করলেন, বল ব্যাটে লাগেনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত তাই বদলে যায়।

আলট্রা-এজে স্পাইক দেখার পরও আউট না দেওয়ার কারণ হিসেবে টেলিভিশন আম্পায়ার মাসুদুর রহমান বলেছেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক দেখেছেন তিনি। টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই তীব্র আপত্তি তুলেছেন লঙ্কান খেলোয়াড়রা।

ম্যাচ শেষে এ নিয়ে সৌম্য বলেন, ‘যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ আসছিল। হয়তো চেইন বা হেলমেট থেকে। ব্যাটের সঙ্গে গ্যাপ ছিল। আমি যখন চলে আসছিলাম বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে রিভিউ নেওয়া।’

ইনিংসের শুরুটা দারুণ করলেও এই বিতর্কিত সিদ্ধান্তের পর আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সৌম্য। সবমিলিয়ে ২২ বলে ২৬ রান করেছেন এই ওপেনার। ভালো শুরু পেয়ে আরও একবার ইনিংস বড় করতে না পারার আক্ষেপ তার কণ্ঠে।

তিনি বলেন, ‘যদি শেষ করে আসতে পারতাম বা আরও কিছুটা এগিয়ে দিয়ে আসতে পারতাম আরও ভালো লাগত। শুরুটা ভালো হয়েছিল। একটা ভুল হয়েছিল পরে যেন আর এটা না করি সেই চেষ্টা থাকবে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি

ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন ওমর সানী

জিমেইলের এই স্বয়ংক্রিয় সেটিংটি বন্ধ করুন এখনই

বিস্ফোরক সাক্ষাৎকারের পর লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডের বাইরে সালাহ

জাপার কেন্দ্রীয় নেতা এবার হাতপাখার প্রার্থী, সমালোচনার ঝড়

মায়ের স্বর্ণের হার বন্ধুদের ভাগ করে দিল ছেলে

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

ফিলিস্তিনে জাতিসংঘের দপ্তরে ইসরায়েলের অভিযান

মধ্যরাতে আগুনে পুড়ল ৫ গরু, সর্বস্বান্ত খামারি

৪ নারী পেলেন বেগম রোকেয়া পদক

১০

সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড, কেন এগুলো ঝুঁকিপূর্ণ

১১

আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার, জায়গা পাননি সাকিব

১২

জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

১৩

প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি, জানা গেল জরিপে

১৪

আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে রিয়াল

১৫

স্বামীকে ত্যাগ নয় ,কাছে টেনে নিলেন ভারতীয় অভিনেত্রী

১৬

বাঁধ ভেঙে পানির নিচে ৫০০ একর আমন ক্ষেত 

১৭

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

১৮

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

১৯

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

২০
X