সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয়ের পর সাজঘরে ফিরেছেন শাহাদাত হোসেন দিপু। ফলে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে লিড পেতে লড়ছে স্বাগতিক ব্যাটাররা।
শনিবার (২৩ মার্চ) ৩ উইকেট ৩২ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে লাহিরু কুমারার শিকার হন ওপেনার জয়। এরপর নাইট ওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে লড়াই করেন দিপু। তবে ১৮ রানে কুমারার দ্বিতীয় শিকার হন তিনি।
এর আগে শুক্রবার টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। যদিও খালেদ আহমেদের বোলিং তোপে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। কিন্তু কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে এই স্কোর পায় সফরকারিরা। দুজনেরই ব্যক্তিগত সংগ্রহ ছিল ১০২ রান করেন।
মন্তব্য করুন