ক্রিকেটের যে সংস্করণে বাংলাদেশ সবচেয়ে বেশি সফল, সেটি ওয়ানডে। আর এই ফরম্যাটেই আফগানদের কাছে সিরিজ হেরেছে টাইগাররা, তাও ঘরের মাঠে। ওয়ানডে সিরিজ হারলেও ঠিকই রশীদ খানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। আফগানিস্তানের বিপক্ষে এই সাফল্যের দীর্ঘমেয়াদি প্রভাব খুঁজে পাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বিশ্বাস এবারের জয় আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে আফগানদের বিপক্ষে লড়াইয়ে টাইগারদের আত্মবিশ্বাস জোগাবে।
রোববার (১৬ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৬ উইকেটে হারায় বাংলাদেশ। এতে দুই ম্যাচের সিরিজ স্বাগতিকরা দল জিতে নেয় ২-০ ব্যবধানেই। বৃষ্টির বাগড়ায় ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। মোহাম্মদ নবী-রশিদ খানরা করতে পারে ৭ উইকেটে ১১৬ রান। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান। সেই রান তারা ৪ উইকেট হারিয়ে তাড়া করে ফেলে ৫ বল বাকি থাকতে।
সামনের এশিয়া কাপ ও বিশ্বকাপে আফগানিস্তানকে মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। এশিয়া কাপেও দুই দল আছে একই গ্রুপে। এরপর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ধর্মশালায় মুখোমুখি হবে তারা। তাই এবার টি-টোয়েন্টিতে পাওয়া সিরিজের জয় থেকে ওয়ানডের আগামী দুটি বড় আসরের জন্য আত্মবিশ্বাসের জোগান দেখছেন সাকিব।
'বেশির ভাগ ক্রিকেটারই কিন্তু... ওয়ানডের ক্রিকেটার এখানে বা টি-টোয়েন্টির ক্রিকেটার ওয়ানডেতে। এই আত্মবিশ্বাস তারা নিয়েই যেতে পারে। যেহেতু এশিয়া কাপে আমরা তাদের মুখোমুখি হব, বিশ্বকাপে প্রথম ম্যাচে ওদের সঙ্গে খেলব, এই আত্মবিশ্বাসটুকু নিয়ে যেতে পারলে আমাদের জন্যই ভালো হবে।'
'টি-টোয়েন্টি দলের ৮০-৯০ শতাংশ ক্রিকেটারই ওয়ানডেগুলো খেলবে। আমি বলব, এশিয়া কাপের আগে তাদের জন্য এটা অনেক বড় আত্মবিশ্বাসের জোগান।'
তবে টি-টোয়েন্টির এই সাফল্য ধরে রাখতে চান সাকিব। সূচির বাস্তবতাকে মেনে নিয়েই অধিনায়ক আশা ভরে তাকিয়ে আগামী বিপিএলের দিকে।
‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের খুব মোমেন্টাম খুব ভালো চলছে। তবে সামনে বিরতি আছে। অনেক দিন টি-টোয়েন্টি ম্যাচ নেই। মনে হয়, জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে হবে, বিপিএলের পর।’
‘একটা ব্যাপার হলো, বিপিএলের পর আমাদের দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো থাকে। আমি আশাবাদী, বিপিএলে যারা ভালো করবে, ওদের নিয়ে যখন আমরা সামনের দিকে এগোব, ভালো ফলই করতে থাকব আমরা।
মন্তব্য করুন