শতকের স্বাদ কেমন, তা হয়তো মনেই করতে পারছিলেন না সাকিব আল হাসান। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া, কোনো পর্যায়ে ছুঁতে পারছিলেন না তিন অঙ্কের ম্যাজিক ফিগার। ২০১৯ বিশ্বকাপে সবশেষ উদযাপন করেছিলেন শতকের। সেই হিসেবে দীর্ঘ ৫ বছর পর সেই আক্ষেপ ঘুচালেন বিশ্বসেরা অলরাউন্ডার।
অবশেষে শুক্রবার (৩ মে) ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে পেলেন শতকের দেখা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে সেঞ্চুরি উদযাপন করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
শৈশবের প্রিয় মাঠ বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান-বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৭৯ বলে করেন ১০৭ রান। ৯ চারের সঙ্গে তার ইনিংসে ছিল বিশাল ৭টি ছক্কা। ৪৩ বলে করেছিলেন প্রথম অর্ধশতক। আর পরের অর্ধশতক করতে খরচ করেন মাত্র ৩০ বল। সবমিলিয়ে ৭৩ বলে পূরণ করেন শতক।
এর আগে পরিবারের সঙ্গে ঈদুর ফিতর উদযাপন শেষে গত রোববার রাতে (২৮ এপ্রিল) দেশে ফিরেন সাকিব। এরপরই চলে যান গ্রামের বাড়ি মাগুরায়। নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় তার সঙ্গে দেখা করেন এলাকার নেতাকর্মীরা।
পরদিন ঢাকায় ফিরে যোগ দেন শেখ জামালের ম্যাচের। মঙ্গলবার (৩০ এপ্রিল) খেলা সে ম্যাচে করেছিলেন ৪৯ রান। আর শুক্রবার (৩ মে) তার ব্যাট থেকে আসলো সেঞ্চুরি। এমন সময় শতকটি করলেন সাকিব, যখন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ব্যস্ত বাংলাদেশ দল।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর দীর্ঘদিন যুক্ত ছিলেন না পেশাদার ক্রিকেটে। জিম্বাবুয়ের সিরিজে আগে ডিপিএলে খেলে নিজেকে ঝালাই করে নিতে নির্বাচকদের কাছে সময় চেয়েছিলেন তিনি। এ জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াডে রাখেনি নির্বাচকরা।
শেখ জামাল ক্রীড়া চক্রের হয়ে এ পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচে। আগের ম্যাচে অর্ধশতক থেকে ১ রান দূরে থাকতে আউট হয়ে যান তিনি। কিন্তু পরের ম্যাচে শতক করে জিম্বাবুয়ের সিরিজের জন্য প্রস্তুতি সারলেন বাঁহাতি এ ব্যাটার।
এর আগে যে কোনো ফরম্যাটে সর্বশেষ শতকটি করেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে, টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
মন্তব্য করুন