স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৯:২২ এএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমে রেগে ঘাড় ধাক্কা, পরে সেলফি-অটোগ্রাফ

একই দিনে সাকিবের দুই রূপ দেখলেন ভক্তরা। ছবি : সংগৃহীত
একই দিনে সাকিবের দুই রূপ দেখলেন ভক্তরা। ছবি : সংগৃহীত

ভক্ত-সমর্থকদের সঙ্গে খুনসুটিতে যেমন মেতে ওঠেন, তেমনি প্রায় সময়ই মেজাজও হারিয়ে বসেন সাকিব আল হাসান। কিন্তু কখন মেজাজ হারাবেন আর কখন ভালোবাসবেন, সেটাই যেন অনুমান করা দায়! এই যেমন সোমবার ফতুল্লায় প্রিমিয়ার লিগ ক্রিকেটের ম্যাচ খেলতে গিয়ে এক ভক্তের ওপর মেজাজ হারিয়ে বসেন তিনি।

তবে দ্রুততম সময়ের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণও করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। লিগের শেষ ম্যাচে সাকিবের দল শেখ জামাল ধানমন্ডি ক্রীড়া চক্রের প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেই ম্যাচের আগে ঘটেছে এ ঘটনা। রাতের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হচ্ছিল।

তখন মাঠের এক কোণে দাঁড়িয়ে প্রাইম ব্যাংক কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ও শেখ জামালের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। মূলত নিজের ব্যাটিং নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। তিনজনের গুরুত্বপূর্ণ আলাপের ফাঁকেই হঠাৎ ফোন হাতে মাঠে প্রবেশ করেন এক সমর্থক।

প্রথমে সাকিব নিষেধ করলেও সেটা উপেক্ষা করে দ্বিতীয়বার সেলফি তুলতে চলে যান সে ভক্ত। এ সময় মেজাজ হারিয়ে সেই ভক্তকে দূরে ঠেলে দেন সাকিব। পরে অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডারের মেজাজ ঠান্ডা হলে সেলফি তোলেন ভক্তদের সঙ্গে। এমনকি বোনাস হিসেবে দিয়ে অটোগ্রাফও দিতে দেখা যায়।

সোমবার লিগের শেষ ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে শোচনীয় হেরে যায় সাকিবের দল শেখ জামাল। আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন ব্যাট হাতে রান করতে পারেননি তিনি। তবে বল হাতে দুই উইকেট শিকার করেন সাকিব। এতে ঘরোয়া ক্রিকেটে স্পর্শ করেন ৪০০ উইকেটের মাইলফলক।

এদিকে ম্যাচ শেষে সাকিবের কাছে অটোগ্রাফ ও সেলফির আবদার করেন ভক্তরা। এবার ভক্তদের সেই আবদার পূরণ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে একই দিনে সাকিবের দুই রূপ দেখল ভক্তরা।

দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব। কিন্তু বিতর্কের বাইরে থাকতে পারেননি কখনই। নিজের পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটের সমীহ আদায় করলেও, বাজে আচরণে সমালোচিত হয়েছেন অনেকবার।

তবে ঘরোয়া ক্রিকেট চলাকালে মাঠে ভক্ত-সমর্থকদের এমন অবাধ বিচরণে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সাকিবের ক্যারিয়ারে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও নানা সময়ে ভক্তদের ওপর মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় ভক্তকে চড় মারার দৃশ্য ভাইরাল হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরপাড়ে গিয়ে মা দেখেন, ২ সন্তান পুকুরে ভাসছে

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় : মির্জা ফখরুল

কারিগরি ত্রুটিতে অনলাইন জিডি বন্ধ

মুক্তিপণ না পেয়ে শিশু তামিমকে হত্যার অভিযোগ, আটক ২

৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

থেমে আছে পাতাল মেট্রোরেলের কাজ 

আল আকসা মসজিদ নিয়ে ভয়ংকর পরিকল্পনা

‘নির্বাচনে জনগণের কাছে যেতে হবে’

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ফেরিওয়ালাকে নির্যাতন 

১০

দেবের সঙ্গে সানি লিওনের ভিডিও ফের ভাইরাল

১১

ভারত ভ্রমণে দ্বিতীয় শীর্ষে বাংলাদেশ, প্রথম কোন দেশ

১২

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

১৩

সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৪

নতুন চুক্তিতে কেমন বেতন পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা?

১৫

বড় ভাইয়ের কাঁধে চড়ে নদী পার হচ্ছিল নাজিম, অতঃপর...

১৬

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ৩ ঘণ্টার বৈঠকে কী আলোচনা হল?

১৭

যুক্তরাজ্য থেকে আসবে ৩ কার্গো এলএনজি

১৮

২৫ মিলিয়ন ডলারের চুরি করা গোলাপি হীরা উদ্ধার দুবাই পুলিশের

১৯

খোলামেলা পোশাকে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী আইজা

২০
X