আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। এ জন্য বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
বুধবার (১৫ মে) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে তিনি এই শুভ কামনা জানান।
এর আগে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রীতি ম্যাচ উপভোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
ক্রিকেট ম্যাচ শেষে গণমাধ্যমকর্মীদের ডোনাল্ড লু জানান, ‘আমরা নারী ক্রিকেট দলের ম্যাচ উপভোগ করেছি। বাংলাদেশের জনগণ ক্রিকেট পাগল। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। আমি তাদের শুভ কামনা জানাই।’
এ সময় ডোনাল্ড লু আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পেরে আমরা অনেক খুশি। কারণ এই আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলাটির জনপ্রিয়তা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।’
চলতি জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এর আগে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সিরিজ খেলবে বাংলাদেশ। যা প্রথমটি মাঠে গড়াবে আগামী ২১ মে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে।
এই সিরিজের পর বিশ্বকাপের জন্য মনোনিবেশ করবে টাইগাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল।
মন্তব্য করুন