এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারতের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ। বিশ্বকাপের সাতটি ম্যাচ পেরিয়ে গেলেও রোহিত-কোহলিরা আজ বাংলাদেশ সময় সাড়ে আটটায় নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে রোহিতদের সামনে আইরিশরা। আইরিশদের বিপক্ষে এমনিতেই শতভাগ জয়ের রেকর্ড নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে আসরের প্রথম ম্যাচ বলে সবকিছু সহজ হবে বলে ভাবছে না রাহুল দ্রাবিড়ের দল।
তবে রোহিত-কোহলিদের শক্তিশালী দলের বিপক্ষে ভারতের তেমন কিছু করতে পারারও কথা নয়। সমস্যা না হলেও এই ম্যাচে ভারতের কোন একাদশ নামবে এ নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে উইকেট দেখেই সিদ্ধান্ত নিতে চান কোচ রাহুল দ্রাবিড়। তবে রাহুলের আগেই নিজেই টিম সাজিয়ে দিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্ট পার্টনার স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে নিজের এই সাজনো একাদশ দেন কিংবদন্তি এই ক্রিকেটার।
#SunilGavaskar opts for experience with @imVkohli & @ImRo45 at the A surprise inclusion at number 3, plenty of batting options and two pacers! What changes would you make to this team? | #INDvIRE | 5th June, 6 PM | #T20WorldCupOnStar pic.twitter.com/6hQx6EJmhD
— Star Sports (@StarSportsIndia) June 4, 2024তার দেয়া একাদশে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন রোহিত-কোহলি। তিনে নামবেন জয়সোয়াল। চার নম্বরে সূর্যকুমার যাদবকে। পাঁচে উইকেটকিপার হিসেবে রয়েছেন ঋষভ পন্থ। অলরাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। আর দলে মূল পেসার জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে এবং স্পিনে থাকবেন জাদেজা ও কুলদীপ।
স্টার স্পোর্টসে অবশ্য একাদশ ঘোষণার সময় গাভাস্কার বলেন, আমি একাদশ গড়তে পছন্দ করি না। কারণ,এতে সবাই কখনো সন্তুষ্ট হবে না। কারও না কারও পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই, এমনটা হবেই।
গাভাস্কারের পছন্দের একাদশ
রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও
মোহাম্মদ সিরাজ।
মন্তব্য করুন