চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শুধু নয় সম্ভবত ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটেছে গতকালের যুক্তরাষ্ট্র ও পাকিস্তান ম্যাচে। ক্রিকেটে তুলনামূলক নতুন দেশ যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। সুপার ওভারে আইসিসিরি সহযোগী এই দেশের কাছে পাঁচ রানের হারে রীতিমতো হতাশ হয়ে পড়েছেন দেশটির ক্রিকেট ভক্তরা। সেই তালিকায় আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।
পাকিস্তানের অন্যতম কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গভীর হতাশা প্রকাশ করেছেন। সাবেক এই পেসার পাকিস্তানের এই হারের তুলনা করেছেন ১৯৯৯ বিশ্বকাপে সে সময়ের নবাগত দল বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের অবাক করা হারের সাথে। যে ম্যাচে তিনি নিজেও খেলেছিলেন।
Hurt & disappointed. #pakvsusa pic.twitter.com/PfQkk6qQ09
— Shoaib Akhtar (@shoaib100mph) June 6, 2024আখতার সামাজিক মাধ্যম এক্সে বলেন, ‘পাকিস্তানের জন্য অত্যন্ত হতাশাজনক হার। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা [অযাচিত] ইতিহাস সৃষ্টি করলাম, যেমনটা আমরা ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে করেছিলাম। দুর্ভাগ্যবশত, পাকিস্তান কখনই জয়ের যোগ্য ছিল না। যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো খেলেছে।’
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয়েই ১৫৯ রান করে, ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায় যেখানে ভারতীয় বংশোদ্ভূত বোলার সৌরভ নেত্রাভলকর যুক্তরাষ্ট্রকে জয় এনে দেন। এই হারে পাকিস্তানের সমর্থক ও সাবেক খেলোয়াড়রা হতবাক হয়ে গেছেন, যেমন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমল এই হারকে পাকিস্তান ক্রিকেটের জন্য সবচেয়ে বড় অপমান বলে বর্ণনা করেছেন।
আকমল বলেন, ‘যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালো খেলেছে। তাদের নিচু র্যাংকের দল মনে হয়নি। মনে হচ্ছিল তারা পাকিস্তানের উপরে র্যাংক করেছে। এই হলো তাদের পরিপক্কতার স্তর।’
পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ওয়াকার ইউনুসের কাছে বাবর আজমের দলকে অসহায় এবং ক্লান্ত মনে হয়েছে।
USA grounded Pakistan in their opening game. Historys been registered. Pakistan looked exhausted and helpless in the field. Congrats USA for a thumping victory #PAKvUSA @cricketworldcup pic.twitter.com/YwT20swT2Z — Waqar Younis (@waqyounis99) June 6, 2024
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান ও পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা ক্রিকেটার রমিজ রাজার মাথায় পাকিস্তানের কৌশল ঢুকছে না। তিনি কিছুতেই বুঝতে পারছেন না সুপার ওভারে কেন ফখর জামানকে স্ট্রাইক দেওয়া হয়নি।
#PakvsUSA Wow ! this was not expected why didnt Fakhar Zaman take the first strike in the super over against a left arm bowler as Its an easier angle for left handlers to take on than right handers!! — Ramiz Raja (@iramizraja) June 6, 2024
পাকিস্তানের এই পরাজয় তাদের টি-২০ বিশ্বকাপ অভিযানকে বিপদে ফেলে দিয়েছে। তাদের পরবর্তী ম্যাচটি নিউ ইয়র্কে রোববার (৯ জুন) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।
পাকিস্তানের অবশ্য টুর্নামেন্টে আগেও বিপর্যয়ের ইতিহাস রয়েছে, যার মধ্যে রয়েছে গত টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে এক রানে হার।
এই পরাজয়ের ফলে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের অভিযান কঠিন অবস্থায় পড়েছে। তারা এখন ভারতের বিরুদ্ধে খেলতে নামবে, যারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। ভারতের বিপক্ষে জয়ের জন্য তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োজন। এরপর তাদের সামনে রয়েছে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচগুলোতে পাকিস্তানকে জয়লাভ করতে হবে তাদের টুর্নামেন্ট টিকে থাকার জন্য।
মন্তব্য করুন