আয়ারল্যান্ডের পর পাকিস্তান —পরপর দুই ম্যাচ জিতে এ-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। বুধবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় রোহিত শর্মার দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের।
নামে যুক্তরাষ্ট্রের হলেও দলটিতে ভারতীয়দের প্রাধান্য। মূল একাদশের ৫ জনের আদি নিবাস ভারতে। এ যেমন বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সেরা হারমিত সিং আছেন এই তালিকায়। বাঁহাতি এই ব্যাটার ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত সদস্য ছিলেন।
খেলেছেন ভারতীয় বি দলে। তবে ২০১৩ সালে তার বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তদন্তে মুক্ত হন তিনি।
হারমিতের মতোই অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের জন্মও ভারতে। জাতীয় দলে না খেললেও গুজরাট অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন এই ওপেনার। তার অর্ধশতক রানের ইনিংসে সুপার ওভারে যায় ম্যাচটি। যা জিতে সুপাই এইটের পথে যুক্তরাষ্ট্র।
একাদশে থাকা জসদ্বীপ সিংয়ের পরিবার ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। পাকিস্তানের হাসান রাজার পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নিতিশ কুমারের। তবে সেটা কানাডার জার্সি। দেশটির হয়ে ৮টি ম্যাচ খেলেন তিনি। পরে এই অলরাউন্ডার পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
বাবর-রিজওয়ানদের সবচেয়ে বেশি ভুগানো পেসার সৌরভ নেত্রভালকরের জন্মও ভারতে। তিনি আবার খেলেছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে। সুপার ওভারে পাকিস্তানকে হারানোর নায়ক তিনি।
২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে খেলেছেন ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফি। এরপর বাঁহাতি এই পেসার চলে আসেন আমেরিকায়। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেটে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন বাঁহাতি এই পেসার।
এমনটিতে ফর্মে নেই বিরাট কোহলিসহ ভারতের টপ অর্ডার। তার উপর সৌরভ জানিয়েছেন অধিকাংশ ভারতীয় ক্রিকেটারের দূর্বলতা ভালো জানা তার। বর্তমান ভারতীয় দলের অনেকে বেশ ভালো ভাবে চেনেন বলেও দাবি করেছেন তিনি।
উদাহরণ হিসেবে তিনি সুর্যকুমার যাদবের কথা বলেছেন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন এক সঙ্গে খেলেছেন সৌরভ। এ ছাড়া অধিনায়ক রোহিত শর্মা ও অভিজ্ঞ বিরাট কোহলিকে খুব কাছ থেকে দেখেছেন তিনি।
ভারতীয়দের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে ‘বিভীষণ’র কাজ করতে পারেন সৌরভ। ভারতীয় ব্যাটারদের আটকানোর মন্ত্রটা সতীর্থদের ছড়িয়ে দেবেন তিনি। সৌরভ ছাড়াও রোহিত-কোহলিরদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল- হারমিত সিং।
এ ছাড়া পাকিস্তানে জন্ম নেওয়া আলি খানও সমস্যায় খেলতে পারেন রোহিতদের। এ ম্যাচ জয়ীদের নিশ্চিত হবে সুপার এইট। এখন দেখা বিষয় কারা আগে সেরা আটে জায়গা করে নেয়! নাকি ভারতীয়দের দ্বারাই সর্বনাশ হবে ভারতের?
মন্তব্য করুন