শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১২:১১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

ডাচদের হারিয়ে ‘সুপার এইটে’ টাইগাররা?

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলমান বিশ্বকাপে বাংলাদেশের আগমন ছিল অফফর্মের শীর্ষে থেকে। তবে মূল আসর শুরুর পর অবশ্য অফফর্মের জায়গায় পুরো ফর্মে চলে আসে টাইগাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচে এসেই নাজমুল হোসেন শান্তর দল হারায় শ্রীলঙ্কাকে। ভাগ্য সহায় না হওয়ায় হারতে হয় প্রোটিয়াদের কাছে। ফলে সুপার এইটে ওঠার লড়াইয়ে মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের ম্যাচ। সেই লড়াইয়ে অবশ্য জয়ী হয়েছে টাইগাররা আর এই জয়ে সুপার এইট একপ্রকার নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসন শান্তর দলের।

বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টে গ্রুপ ডির গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেতে ১৩৪ রান পর্যন্ত যেতে পারে ডাচরা। বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন নেন তিন্ উইকেট। এছাড়াও তাসকিনের ঝুলিতে যায় ২টি ‍উইকেট।

গুরুত্বপূর্ণ এই জয়ে সুপার এইটে এক প্রকার নিশ্চিত হয়েছে টাইগারদের। আর বাংলাদেশের এই জয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো লঙ্কানদের। এখন শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের কাছে না হারলে আর ডাচরা অবিশ্বাস্য কিছু করে না দেখালে দ্বিতীয়বারের মতো সুপার এইট খেলবে বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। ১৮ রান করা ডাচ ওপেনার মাইকেল লেভিটকে ফেরেন তাসকিন আহমেদের বলে।

পরের ওভারে আবারও আঘাত হানেন তানজিম সাকিব। দুর্দান্ত এক ফলো থ্রু ক্যাচে ফেরান ১২ রান করা ও'ডাওডকে।

পাওয়ারপ্লেতে দুই উইকেট হারানো নেদারল্যান্ডসকে পথ দেখান আারেক ওপেনার বিক্রমজিত সিং। সাকিবের করা ওভারে দুটি ছক্কা হাকান তিনি। সাইব্রান্ড এঙ্গেলব্রেখটকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করার পরিকল্পনা ছিল ডাচদের।

তবে মাহমুদউল্লাহ রিয়াদের ছিল অন্য পরিকল্পনা। বিপদজনক হতে থাকা বিক্রমজিতকে ফেরান এই অভিজ্ঞ ক্রিকেটার। বিক্রমজিতকে ফেরানোর পর অবশ্য অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসকে নিয় ৪২ রানের জুটি গড়েন এঙ্গেলব্রেখট। এই জুটিতে জয়ের পথেই ছিল নেদারল্যান্ডস।

তবে বাধ সাধেন রিশাদ। ১৫তম ওভারে দুই উইকেট নিয়ে খেলার মোড় ঘুরান তিনি। ১৭তম ওভারে অসাধারণ বোলিং উপহার দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ওই ওভারে কোনো রান না দিয়ে অ্যাডওয়ার্ডসকে ফেরান কাটার মাস্টার।

ফিজের পরের ওভারে রিশাদ আবারও উইকেট নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে টাইগারদের হাতে। শেষ পর্যন্ত বাংলাদেশের টার্গেট থেকে ২৫ রান দূরে থামে নেদারল্যান্ডসের ইনিংস।

৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। ফিজ ১ উইকেট পেলেও ইকোনমি ছিল দেখার মতো। ১২ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। তাসকিন নিয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট গেছে মাহমুদউল্লাহ রিয়াদ এবং তানজিম সাকিবের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে এসে ভালো শুরু পায়নি টাইগাররা। তবে টাইগারদের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খুঁটি হয়ে দাড়ান। তার অর্ধশতকে ডাচদের ১৬০ রানের টার্গেট দেয় নাজমুল হোসেন শান্তর দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সব ধর্মের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করবো : হাবিব

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

নাগরিক শোকসভায় গণমাধ্যমকর্মী লাঞ্ছিত, বিএনপি বিট রিপোর্টারদের ক্ষোভ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

অন্যায়ের প্রতিবাদ না করলে আবার স্বৈরাচার ঘাড়ে চেপে বসবে : রবিন

নাটকীয় জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বাংলাদেশকে নিয়ে সুখবর দিলেন খোদ ফিফা সভাপতি

খালেদা জিয়া ছাড়া দেশের গণতন্ত্রের ইতিহাস পরিপূর্ণ হবে না : বাসুদেব ধর

চুলায় বসানো গরম পানিতে ঝলসে প্রাণ গেল শিশুর

১০

জবাব দিতে সময় বেঁধে দেওয়া হলো নাজমুলকে

১১

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড / মৃত বাবা-ছেলে ও ভাতিজিকে পাশাপাশি কবরে দাফনের প্রস্তুতি, গ্রামে শোক

১২

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

১৩

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

‘খালেদা জিয়ার সংগ্রামী জীবনই বিএনপি নেতাকর্মীদের দিকনির্দেশনা’

১৫

বিগ ব্যাশে স্মিথ শো

১৬

মন গলানোর ‘শেষ চেষ্টা’ হিসেবে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

১৭

হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

টেকনাফে দুর্বৃত্তের গুলিতে তরুণী নিহত

১৯

জামায়াতের সঙ্গে বৈঠককে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ বলছে ভারত

২০
X