স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১২:১১ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

ডাচদের হারিয়ে ‘সুপার এইটে’ টাইগাররা?

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলমান বিশ্বকাপে বাংলাদেশের আগমন ছিল অফফর্মের শীর্ষে থেকে। তবে মূল আসর শুরুর পর অবশ্য অফফর্মের জায়গায় পুরো ফর্মে চলে আসে টাইগাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচে এসেই নাজমুল হোসেন শান্তর দল হারায় শ্রীলঙ্কাকে। ভাগ্য সহায় না হওয়ায় হারতে হয় প্রোটিয়াদের কাছে। ফলে সুপার এইটে ওঠার লড়াইয়ে মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের ম্যাচ। সেই লড়াইয়ে অবশ্য জয়ী হয়েছে টাইগাররা আর এই জয়ে সুপার এইট একপ্রকার নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসন শান্তর দলের।

বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টে গ্রুপ ডির গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেতে ১৩৪ রান পর্যন্ত যেতে পারে ডাচরা। বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন নেন তিন্ উইকেট। এছাড়াও তাসকিনের ঝুলিতে যায় ২টি ‍উইকেট।

গুরুত্বপূর্ণ এই জয়ে সুপার এইটে এক প্রকার নিশ্চিত হয়েছে টাইগারদের। আর বাংলাদেশের এই জয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো লঙ্কানদের। এখন শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের কাছে না হারলে আর ডাচরা অবিশ্বাস্য কিছু করে না দেখালে দ্বিতীয়বারের মতো সুপার এইট খেলবে বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় ডাচরা। ১৮ রান করা ডাচ ওপেনার মাইকেল লেভিটকে ফেরেন তাসকিন আহমেদের বলে।

পরের ওভারে আবারও আঘাত হানেন তানজিম সাকিব। দুর্দান্ত এক ফলো থ্রু ক্যাচে ফেরান ১২ রান করা ও'ডাওডকে।

পাওয়ারপ্লেতে দুই উইকেট হারানো নেদারল্যান্ডসকে পথ দেখান আারেক ওপেনার বিক্রমজিত সিং। সাকিবের করা ওভারে দুটি ছক্কা হাকান তিনি। সাইব্রান্ড এঙ্গেলব্রেখটকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করার পরিকল্পনা ছিল ডাচদের।

তবে মাহমুদউল্লাহ রিয়াদের ছিল অন্য পরিকল্পনা। বিপদজনক হতে থাকা বিক্রমজিতকে ফেরান এই অভিজ্ঞ ক্রিকেটার। বিক্রমজিতকে ফেরানোর পর অবশ্য অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসকে নিয় ৪২ রানের জুটি গড়েন এঙ্গেলব্রেখট। এই জুটিতে জয়ের পথেই ছিল নেদারল্যান্ডস।

তবে বাধ সাধেন রিশাদ। ১৫তম ওভারে দুই উইকেট নিয়ে খেলার মোড় ঘুরান তিনি। ১৭তম ওভারে অসাধারণ বোলিং উপহার দিয়েছেন মোস্তাফিজুর রহমান। ওই ওভারে কোনো রান না দিয়ে অ্যাডওয়ার্ডসকে ফেরান কাটার মাস্টার।

ফিজের পরের ওভারে রিশাদ আবারও উইকেট নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে টাইগারদের হাতে। শেষ পর্যন্ত বাংলাদেশের টার্গেট থেকে ২৫ রান দূরে থামে নেদারল্যান্ডসের ইনিংস।

৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। ফিজ ১ উইকেট পেলেও ইকোনমি ছিল দেখার মতো। ১২ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। তাসকিন নিয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট গেছে মাহমুদউল্লাহ রিয়াদ এবং তানজিম সাকিবের ঝুলিতে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে এসে ভালো শুরু পায়নি টাইগাররা। তবে টাইগারদের হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খুঁটি হয়ে দাড়ান। তার অর্ধশতকে ডাচদের ১৬০ রানের টার্গেট দেয় নাজমুল হোসেন শান্তর দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞা দেওয়ার আগেই বাড়ল তেলের দাম

৭ ঘণ্টা বন্ধ ছিল পাইকগাছা-ঢাকা সড়কের গাড়ি চলাচল

নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী : দুদু  

আমাদের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান তৈরি করছে: মেহজাবীন

দেশে অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী 

নামাজ শেষে বাড়ি ফেরার সময় ছুরিকাঘাতে বৃদ্ধ খুন

আসামিদের টাকা ‘লুটের’ অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যেই মালয়েশিয়ায় রুবিও-ওয়াং ই বৈঠক

সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে : রিজভী

তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবেন : ড. ফরহাদ

১০

নেইমার ম্যাজিক! নতুন হেয়ারস্টাইলে ফিরেই গোল আর অ্যাসিস্ট

১১

সমুদ্রের মাঝে প্রশান্তি খুঁজে পাই: ববি

১২

এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার কাঁচামরিচ ২৪০

১৩

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

১৪

দুর্নীতির অভিযোগে বিচার হবে সাবেক এই প্রেসিডেন্টের

১৫

মুল্ডারের সেই ইনিংস নিয়ে লারার চমকপ্রদ প্রতিক্রিয়া

১৬

দুবাইকে ম্যাচ জিতিয়ে যা বললেন সাকিব

১৭

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছুঁইছুঁই

১৮

ভারতে বাবার গুলিতে টেনিস তারকা নিহত

১৯

এখনই বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন

২০
X