স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:৪৯ এএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

বেতন কমানোসহ জোড়া শাস্তির মুখে বাবররা

বাবজ আজম। ছবি : সংগৃহীত
বাবজ আজম। ছবি : সংগৃহীত

গত আসরের ফাইনালিস্ট, কিন্তু এবার গ্রুপ পর্ব থেকে বিদায় পাকিস্তানের। কানাডার বিপক্ষে জিতলেও চিরপ্রতিদ্বন্দী ভারত ও দুর্বল আমেরিকার কাছে হেরে হুমকির মুখে পড়েছে দলটি। সেই সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা রয়েছে।

ক্রিকেটারদের এমন বাজে পারফরম্যান্স কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। বাবর-রিজওয়ানদের সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। ক্ষেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্ষুব্ধ পিসিবি প্রধান দলে বড়সড় সার্জারির ঘোষণা দিয়েছিলেন।

আপাতত তেমন কিছু না হলেও, বড় শাস্তি থেকে রেহাই পাচ্ছেন না পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা। অন্তত দুই ধরনের শাস্তির মুখে পড়তে পারেন বাবর-রিজওয়ানরা।

এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি খতিয়ে দেখা হতে পারে, কমতে পারে বেতন। একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে কড়াকড়ি নির্দেশনাও আসতে পারে।

সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘নকভিকে পাকিস্তানের কয়েক জন সাকবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আরও একবার খতিয়ে দেখতে। যে পারিশ্রমিক তারা পান, সেই অনুযায়ী দেশের হয়ে খেলতে পারছেন কি না তা খতিয়ে দেখা হবে। প্রয়োজন পড়লে ক্রিকেটারদের বেতন কমানো হতে পারে।’

গত বছর পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ ক্রিকেটারদের বেতন বাড়িয়েছিলেন। একই সঙ্গে আইসিসির কাছে প্রাপ্ত লভাংশ থেকে বাবরদের একটা অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তা বাস্তবায়ন করেন বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি।

বিদেশি লিগে খেলার ব্যাপারে আরও কড়াকড়ি পদক্ষেপ নেবে পিসিবি। বর্তমানে পাকিস্তান সুপার লিগ বাদে বিশ্বের অন্য দুটি লিগ খেলার জন্য ছাড়পত্র পায় পাকিস্তানি ক্রিকেটাররা।

তবে অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের বাড়তি লিগ খেলার ছাড়পত্র দেওয়া হয়। এখন থেকে সেটি যেন আর না দেওয়া হয় সেই বিষয়ে লক্ষ্য রাখবে বোর্ড। এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে পিসিবি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল আজম খান ও সাইম আইয়ুবের। দুজনকে দেওয়া হয়নি ছাড়পত্র। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে খেলতে চেয়ে ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন উসামা মির।

তাকেও ছাড়পত্র দেওয়া হয়নি। অন্য ক্রিকেটারদের ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রুপ-এ থেকে সুপার এইটে উঠেছে ভারত ও আমেরিকা। আর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে বাবর-রিজওয়ানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

১০

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

১১

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

১২

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

১৩

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

১৪

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

১৫

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১৮

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৯

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

২০
X