স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:৪৯ এএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

বেতন কমানোসহ জোড়া শাস্তির মুখে বাবররা

বাবজ আজম। ছবি : সংগৃহীত
বাবজ আজম। ছবি : সংগৃহীত

গত আসরের ফাইনালিস্ট, কিন্তু এবার গ্রুপ পর্ব থেকে বিদায় পাকিস্তানের। কানাডার বিপক্ষে জিতলেও চিরপ্রতিদ্বন্দী ভারত ও দুর্বল আমেরিকার কাছে হেরে হুমকির মুখে পড়েছে দলটি। সেই সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা রয়েছে।

ক্রিকেটারদের এমন বাজে পারফরম্যান্স কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। বাবর-রিজওয়ানদের সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা। ক্ষেপেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্ষুব্ধ পিসিবি প্রধান দলে বড়সড় সার্জারির ঘোষণা দিয়েছিলেন।

আপাতত তেমন কিছু না হলেও, বড় শাস্তি থেকে রেহাই পাচ্ছেন না পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা। অন্তত দুই ধরনের শাস্তির মুখে পড়তে পারেন বাবর-রিজওয়ানরা।

এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি খতিয়ে দেখা হতে পারে, কমতে পারে বেতন। একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে কড়াকড়ি নির্দেশনাও আসতে পারে।

সংবাদ সংস্থা পিটিআইকে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘নকভিকে পাকিস্তানের কয়েক জন সাকবেক ক্রিকেটার পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আরও একবার খতিয়ে দেখতে। যে পারিশ্রমিক তারা পান, সেই অনুযায়ী দেশের হয়ে খেলতে পারছেন কি না তা খতিয়ে দেখা হবে। প্রয়োজন পড়লে ক্রিকেটারদের বেতন কমানো হতে পারে।’

গত বছর পিসিবির সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ ক্রিকেটারদের বেতন বাড়িয়েছিলেন। একই সঙ্গে আইসিসির কাছে প্রাপ্ত লভাংশ থেকে বাবরদের একটা অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তা বাস্তবায়ন করেন বর্তমান চেয়ারম্যান মহসিন নকভি।

বিদেশি লিগে খেলার ব্যাপারে আরও কড়াকড়ি পদক্ষেপ নেবে পিসিবি। বর্তমানে পাকিস্তান সুপার লিগ বাদে বিশ্বের অন্য দুটি লিগ খেলার জন্য ছাড়পত্র পায় পাকিস্তানি ক্রিকেটাররা।

তবে অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের বাড়তি লিগ খেলার ছাড়পত্র দেওয়া হয়। এখন থেকে সেটি যেন আর না দেওয়া হয় সেই বিষয়ে লক্ষ্য রাখবে বোর্ড। এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে পিসিবি।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কথা ছিল আজম খান ও সাইম আইয়ুবের। দুজনকে দেওয়া হয়নি ছাড়পত্র। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে খেলতে চেয়ে ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন উসামা মির।

তাকেও ছাড়পত্র দেওয়া হয়নি। অন্য ক্রিকেটারদের ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রুপ-এ থেকে সুপার এইটে উঠেছে ভারত ও আমেরিকা। আর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে বাবর-রিজওয়ানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১০

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১১

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১২

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৩

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৪

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৫

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৬

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৭

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৮

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৯

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

২০
X