স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সুপার এইটেও থাকবে বৃষ্টির বাগড়া?

সুপার এইট নিশ্চিত করা ৮ দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
সুপার এইট নিশ্চিত করা ৮ দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বেশ কয়েকটি ম্যাচ শেষ করতে হয় ওভার কমিয়ে। আবার কয়েকটি ম্যাচ শুরু করা যায়নি সঠিক সময়ে। এমনকি পেছাতে হয় টসের সময়ও।

গ্রুপ পর্ব শেষে এখন সুপার এইটের লড়াইয়ের অপেক্ষায় দলগুলো। সেরা আটের লড়াই শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া নিয়ে চিন্তিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দীর্ঘদিন ধরে ম্যাচের দিন আবহাওয়া কেমন হবে তা নিয়ে পর্যালোচনা করছেন সংস্থাটির কর্তারা। বৃষ্টির কারণে বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ ভেসে যাওয়ায় বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী সবাই বিরক্ত। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান।

সুপার এইটে আমেরিকায় আর কোনো ম্যাচ নেই। সবগুলো ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। এই চার ভেন্যুর আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখছেন আইসিসির কর্তারা।

একই সঙ্গে যতটা সম্ভব, মাঠগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে। সুপার এইটের ৩টি ম্যাচসহ বার্বাডোজে হবে ফাইনাল।

২০ জুন আফগানিস্তান-ভারত ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাকি ৩টি ম্যাচের দিনেই বৃষ্টির হওয়ার পূর্বাভাস রয়েছে। ২২ জুন মুখোমুখি হবে বিশ্বকাপের দুই আয়োজক আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ।

২৪ জুন ইংল্যান্ড-আমেরিকার ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪৬ শতাংশ। ২৯ জুনের ফাইনালে হতে পারে বৃষ্টি।

সুপার এইটের ৩টি ম্যাচ হওয়ার কথা সেন্ট লুসিয়ায়। ২৪ জুন সেখানে অনুষ্ঠিত হবে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ। ওই ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের দাবি বৃষ্টিতে ভেসে যেতে পারে পুরো ম্যাচ।

কিংস টাউনের সেন্ট ভিনসেন্টে হবে সুপার এইটের দুটি ম্যাচ। এই দুটি ম্যাচ নিয়ে বেশি চিন্তিত আইসিসির কর্তারা। ২৩ জুন আফগানিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। ২৫ জুন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

সুপার এইটের ৪টি ম্যাচ রয়েছে অ্যান্টিগুয়ায়। ১৯ জুন আমেরিকা-দক্ষিণ আফ্রিকা, ২১ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ২২ জুন বাংলাদেশ-ভারত এবং ২৪ জুন হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ।

এই ভেন্যুতে চার দিনেই হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচ ভেসে যাওয়ার মত বৃষ্টি হবে না বলে আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

১০

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

১১

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

১২

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

১৩

তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

১৪

‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ / সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজ

১৫

নবম স্কেলে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের জন্য যে সুবিধা

১৬

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

১৭

সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী

১৮

‘বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নয় জমিয়ত’

১৯

নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল 

২০
X