স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেমিতে তিন বিভাগে হবে গুরুত্বপূর্ণ লড়াই

স্পেন (বাঁয়ে) ও ফ্রান্স ফুটবল দল। ছবি: সংগৃহীত
স্পেন (বাঁয়ে) ও ফ্রান্স ফুটবল দল। ছবি: সংগৃহীত

পাঁচটি ইউরো চ্যাম্পিয়নশীপ ভাগাভাগি করে নিয়েছে ফ্রান্স ও স্পেন। এ জন্য চলতি ইউরোর প্রথম সেমিফাইনালে জমজমাট এক লড়াই আশা করছে পুরো ফুটবল বিশ্ব।

এ ম্যাচে জয় পেলে রেকর্ড চতুর্থ শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে যাবে স্প্যানিশরা। অন্যদিকে ফ্রান্সের সামনে সুযোগ আসবে জার্মানি ও স্পেনের সমান তিন শিরোপা রেকর্ডে ভাগ বসানোর।

১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জয়ের পর এ পর্যন্ত ১৩টি বিশ্বকাপ ও ইউরোর ফাইনাল হয়েছে। এর মধ্যে মাত্র চারটির ফাইনালে খেলা হয়নি দুই দলের। আর বাকি ফাইনাল গুলোতে দুদলের একটি প্রতিপক্ষ হিসেবে ছিলোই।

এ সময়ের স্পেন দুটি ইউরো ও এবার বিশ্বকাপ জিতেছে। অন্যদিকে ফ্রান্স দুইবার বিশ্বকাপ ও একটি ইউরো চ্যাম্পিয়নশীপের শিরোপা ঘরে তুলেছে। এই দুই দলের সেমির লড়াইয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে--

ফ্রান্সের আক্রমণের সঙ্গে স্পেনের রক্ষণভাগের

২০২২ বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করেছিল ফ্রান্স। তবে এবারের ইউরোতে তাদের একমাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে। ইউরোর ইতিহাসে এটি বিরল রেকর্ডও।

আসরের প্রথম ম্যাচে আঘাত পেয়েছে নাক ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পে। খেলতে পারছেন না স্বাভাবিক খেলা। এ ছাড়া ফ্রান্সের বাকি দুটি জয় এসেছে আত্মঘাতী গোল থেকে।

ফ্রান্স জিতলে সেটা হবে স্পেনের শক্তিহীন রক্ষণের কারণে। নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারবেন না স্পেনের রক্ষণভাগের এবারের আসরের দুই নির্ভরযোগ্য কান্ডারি অভিজ্ঞ ডানি কারভাহাল ও রবিন লি নরমান্ড।

এ দুজন একসঙ্গে মাঠে থাকাকালীন এবারের আসরে মাত্র এক গোল হজম করেছে স্পেন। এ দুজনের অভাব বেশ ভালোভাবে বোধ করবে তারা।

বাস্তববাদী দেশমের বিরুদ্ধে ইতিবাচক ফুয়েন্তের কৌশল

দুই কোচের রণকৌশল দেখতে প্রস্তুত ফুটবল প্রেমীরা। দর্শনের দিক থেকে দুই কোচের মত ভিন্ন হলেও লক্ষ্য কিন্তু একই, বার্লিনের ফাইনাল।

বিশ্বের তৃতীয় ব্যক্তি হিসেবে ফুটবলার ও ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জয়ের রেকর্ড ফরাসি কোচ দিদিয়ের দেশমের। এছাড়া তার অধীনে শেষ চারটি মেজর টুর্নামেন্টের তিনটিতেই ফাইনালে খেলেছে ফরাসিরা।

তবে এবারের আসরে স্ট্রাইকাররা গোল না পাওয়ায় কিছুটা চাপে আছেন তিনি। তার বাস্তবসম্মত চিন্তা সম্পর্কে অবগত দলের ফুটবলাররা। পুরো টুর্নামেন্টে মাত্র তিন গোল করলেও (দুটি আত্মঘাতী) এবারের আসরে ফ্রান্স কখনো আগে পিছিয়ে পড়েনি।

অন্যদিকে দলকে স্বাধীনভাবে খেলতে উৎসাহিত করেন স্প্যানিশ কোচ লুইস ডি লা ফুয়েন্তে। এমনকি ফুটবলাররা ভুল করলেও সেটা আমলে নেন না তিনি। চলতি আসরে এ পর্যন্ত স্পেনের হয়ে ভিন্ন ভিন্ন ৮ ফুটবলার গোল করেছেন। আর তাতেই ইতিবাচক দিক ফুটে ওঠে ফুয়েন্তের।

মাঝমাঠে কান্তে বনাম রদ্রি

কোয়ার্টার ফাইনালে জার্মানির টনি ক্রুসের মারাত্মক ট্যাকেলে ইউরো থেকে ছিটকে যান তরুণ মিডফিল্ডার পেদ্রি। কাজেই স্প্যানিশ মিডফিল্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন রদ্রি।

ম্যানচেস্টার সিটির এ তারকা মাঝমাঠে দখলে নিয়ে বল যোগান দিতে পটু। এ কারণে ইউরোতে তরুণ দুই উইঙ্গার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস নিজেদের প্রমাণ করে চলেছেন। এ ছাড়া গোল করার দারুণ ক্ষমতাও রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল অস্ত্র চুক্তি বাতিল, ইসরায়েলের শত্রু হয়ে উঠছে স্পেন?

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশ

কর ফাঁকি / অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

অর্গানিক নিউট্রিশন লিমিটেড নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’

তিন মামলায় অব্যাহতি পেলেন চসিক মেয়র

ইডেন কলেজে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

৫ হাজার কেজি সরকারি চাল জব্দ

যে কারণে এনসিএল স্থগিত ঘোষণা করল বিসিবি

দাম যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে : অর্থ উপদেষ্টা

১০

প্রায় ৮০০ কোটি টাকায় নতুন স্পন্সর পেল বিসিসিআই

১১

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ

১২

অর্থকষ্টে ছিলেন ধানুশ, করতেন ফুল বিক্রি!

১৩

উপদেষ্টাদের চিকিৎসা নিতে হবে দেশেই : আরিফ

১৪

যেতে পারবেন যে কেউ / জমি না থাকলে উগান্ডায় গিয়ে চাষাবাদ করা যাবে

১৫

চট্টগ্রামে আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৭

১৬

ব্রাজিল জাতীয় দলে খেলছেন বাংলাদেশের দুজন!

১৭

ভারতে ইলিশ পাঠাবে ৩৭ প্রতিষ্ঠান

১৮

মন্ত্রী-এমপিদের প্লট দিতে বন কেটেছে রাজউক : রিজওয়ানা

১৯

পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী / টিম গ্রুপ এবং ইন্ডিটেক্সের শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন

২০
X