বড় টুর্নামেন্টে টানা তৃতীয় ফাইনাল! মেটলাইট স্টেডিয়ামে চলছে উৎসব। সতীর্থদের সঙ্গে নেচে গেয়ে সেই উৎসবের পুরো আমেজ নিচ্ছিলেন লিওনেল মেসি। তবে ম্যাচসেরা পুরস্কার হাতে নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক যা বললেন, মুহূর্তের মধ্যে সেই উৎসব রূপ নেয় বিষাদে।
চোখ মুছতে মুছতে ড্রেসিং রুমে চলে যান নিজের অবসর ঘোষণা দেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়া। রদ্রিগো ডি পল-জুলিয়ান আলভারেজদের দেখা যায় অশ্রুসিক্ত নয়নে। আর সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘আমরা এখনই কাঁদতে চাই না।’
এ সময় তিনি আশা প্রকাশ করেন, মেসিকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসরের সিদ্ধান্ত বিলম্বিত করাতে রাজি করাতে পারবেন।
আলভারেজ ও মেসির গোলে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কোপার টানা দুই শিরোপা জয়ের হাতছানি বর্তমান চ্যাম্পিয়নদের। এ ছাড়া ২০২২ সালে বিশ্বকাপও জিতেছে মেসি ও আর্জেন্টিনা।
অনেকে মনে করছেন আরেকটি কোপা শিরোপা জয়ের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা মেসির জন্য হবে সঠিক সিদ্ধান্ত। কানাডার বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পর পুরস্কার হাতে প্রায় একই রকম কথা বলেন আর্জেন্টাইন অধিনায়কও।
অনেকে ধারণা করছেন ফাইনালের পর হয়তো চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছেন ভিন্ন কথা। ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে প্রায় সবকিছু অর্জন করা হয়ে গেছে ৩৭ বছর বয়সী মেসির।
আগে জানিয়ে ছিলেন এখন ফুটবলটাকে শুধুই উপভোগ করতে চান তিনি। কানাডার বিপক্ষে ম্যাচের পর মেসির কথায় ইঙ্গিত ছিল অবসরে যাওয়ার। তবে লিওনেল স্কালোনি এখনো আশাবাদী দেশের সর্বকালের সেরা খেলোয়াড়কে খেলা চালিয়ে যেতে রাজি করাতে পারবেন তিনি।
Lionel Scaloni: "We will never close the door for Messi. He can be with us whenever he wants, even after he retires. If I go somewhere else, I'll take him with me if he wants." pic.twitter.com/pynDIv5uJC — All About Argentina (@AlbicelesteTalk) July 10, 2024
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'আমরা তাকে (মেসিকে) দ্রুত অবসর দিতে চাই না, আমরা এখনই কাঁদতে চাই না। আমাদের তাকে খেলতে দিতে হবে। তারপর আমরা তাকে আমাদের সঙ্গে থাকার জন্য রাজি করাতে পারি কিনা; তবে এখন পর্যন্ত সে এখানে (দলের সঙ্গে) আছে এবং তাকে এই মুহূর্তটি উপভোগ করতে দিতে হবে।’
এ দিকে কোপা আমেরিকার ফাইনাল হবে আর্জেন্টিনার জার্সিতে অ্যাঞ্জেল ডি মারিয়ার ম্যাচে। ৩৬ বছর বয়সী এই তারকা ঘোষণাটি দেওয়ার সময় কেঁদে ফেলেন। গত বছরের নভেম্বরে জানিয়েছিলেন কোপার পর তুলে রাখবেন জাতীয় দলের জার্সি।
সংবাদ সম্মেলনে ডি মারিয়া সম্পর্কে স্কালোনি বলেন তার বিদায়ও মেনে নেওয়া অনেক কষ্টের।
মন্তব্য করুন