আর এক জয়! এরপর টানা তৃতীয় শিরোপা জয়ের উল্লাসে মাতবে আর্জেন্টিনা। সে উল্লাসের সঙ্গে মিশে থাকবে বিষাদও। কারণ সেদিন জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলতে নামবেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
সাম্প্রতিক সময়ে জেতা আর্জেন্টিনার সব শিরোপা জয়ের অন্যতম নায়ক তিনি। তার গোলে গত আসরের ফাইনাল জেতে আলবিসেলেস্তেরা। এ ছাড়া কাতার বিশ্বকাপের ফাইনালে প্রথম গোলও আসে তার পা থেকে।
নিজেদের সময়ের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় দিতে প্রস্তুত লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজরা। জাতীয় দলের সঙ্গে শেষ অনুশীলন ডি মারিয়ার।
আগামী সোমবার (১৫ জুলাই) সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিওনেল মেসির বর্তমান আবাসস্থল মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় হবে এই ফাইনাল।
এর আগে বাংলাদেশ সময় রোববার (১৪ জুলাই) ভোর ৪টায় আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে সর্বশেষ অনুশীলন করেন ডি মারিয়া। অনুশীলন শেষে সতীর্থদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেবেন তিনি।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, কোপা আমেরিকা দিয়েই ইতি টানবেন আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের। সেমিফাইনালে কানাডাকে হারানোর পর আবারও একই কথা জানান তিনি।
এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, ‘লিও (মেসি) শুধুমাত্র আমার জন্য শিরোপা জিততে চায়, সবাইকে সে এ কথাটাই বলেছে। এটা আমার জন্য অনেক সম্মানের।’
এদিকে কানাডাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, ডি মারিয়াকে আরও কিছুদিন খেলার জন্য অনুরোধ করবেন। তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আর্জেন্টাইন গণমাধ্যম।
Wow one of the best tribute videos made by @KitoKP about Ángel Di María's upcoming last game for the Argentina National Team tomorrow. I added English subtitles, enjoy pic.twitter.com/1pczttXbVN— All About Argentina (@AlbicelesteTalk) July 13, 2024
এ দিকে দেশটির গণমাধ্যম আরও জানিয়েছে, ক্যারিয়ারের শেষ ম্যাচে শুরুর একাদশে থাকবেন ডি মারিয়া। আহত বা নিষেধাজ্ঞা না থাকায় কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে পূর্ণশক্তি দল পাবেন স্কালোনি।
কোপা আমেরিকার টানা দুই শিরোপা জয়ের পথে আর্জেন্টিনার একমাত্র বাধা কলম্বিয়া। তবে ফাইনালে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না ২৩ বছর পর ফাইনাল খেলতে আসা কলম্বিয়া।
সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন দলটির রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ আর ইনজুরির কারণে একাদশে নাও থাকতে পারেন রিচার্ড রিওস।
ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: (৪-৩-৩)
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো মাঝমাঠ: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আক্রমণভাগ: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
মন্তব্য করুন