নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। প্রস্তুতির অংশ হিসেবে স্পেনের বিখ্যাত রিয়াল মাদ্রিদ এখন অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একই দেশ সফরে আছে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত টেন হাগের শিষ্যরাও।
প্রাক-মৌসুম প্রস্তুতির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এনআরজি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায়। উপমহাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ভারতীয় টিভি চ্যানেল সনি টেন টু। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল অ্যাপেও ম্যাচটি দেখা যাবে।
এ ম্যাচ ঘিরে আগ্রহের কমতি নেই ফুটবল প্রেমীদের মধ্যে। প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে এসি মিলানের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে, একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন ফুটবলার নিয়ে গড়া রিয়াল মাদ্রিদ এই মৌসুমে কি করে দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
অন্য দিকে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড নরওয়েতে লিডসকে হারিয়ে নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করে। এরপর দাপুটে খেলে তারা হারিয়েছে লিঁও ও আর্সেনালকে। রিয়ালের বিপক্ষে সেরা শক্তি নিয়েই মাঠে নামতে প্রস্তুত ইউনাইটেড।
মন্তব্য করুন