চূড়ান্ত হয়েছে প্যারিস অলিম্পিকের পুরুষ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। আগামীকাল শুক্রবার (২ আগস্ট) হবে শেষ আটের তিন ম্যাচ। আর কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষনীয় আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ মাঠে গড়াবে ৩ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টা।
দুই সেমিফাইনাল হবে ৫ ও ৬ আগস্ট। ৮ আগস্ট হবে ব্রোঞ্জ পদকের লড়াই। আর ৯ আগস্ট হবে স্বর্ণ জয়ের লড়াই।
প্যারিস অলিম্পিকের পূর্নাঙ্গ সূচি
কোয়ার্টার ফাইনাল
দিন | বার | ম্যাচ | সময় |
২ আগস্ট | শুক্রবার | মরক্কো-যুক্তরাষ্ট্র | সন্ধ্যা ৭টা |
২ আগস্ট | শুক্রবার |
জাপান-স্পেন |
রাত ৯টা |
২ আগস্ট | শুক্রবার | মিশর-প্যারাগুয়ে |
রাত ১১টা |
৩ আগস্ট | শনিবার | ফ্রান্স-আর্জেন্টিনা | রাত ১টা |
মি ফাইনাল
দিন | বার | ম্যাচ | সময় |
৫ আগস্ট | সোমবার | মরক্কো/মার্কিন যুক্তরাষ্ট্র-জাপান/স্পেন | রাত ১০ টা |
৬ আগস্ট | মঙ্গলবার | ফ্রান্স/আর্জেন্টিনা-মিশর/প্যারাগুয়ে | রাত ১টা |
ব্রোঞ্জ পদক ম্যাচ
দিন | বার | ম্যাচ | সময় |
৮ আগস্ট | বৃহস্পতিবার | সেমিতে হেরে যাওয়া দুই দল | রান ৯টা |
স্বর্ণ পদক ম্যাচ
দিন | বার | ম্যাচ | সময় |
৯ আগস্ট | শুক্রবার | সেমিতে জয়ী দুই দল | রাত ১১টা |
মন্তব্য করুন