ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৩-২৪ মৌসুমে বার্সেলোনা থাকছে । টাকার বিনিময়ে রেফারিদের প্রভাবিত করার অভিযোগের তদন্ত চলতে থাকায় এই মৌসুমে বার্সার চ্যাম্পিয়নস লিগে না থাকার সম্ভাবনা ছিল। তবে কাতালান ক্লাবটিকে নতুন মৌসুমে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় খেলার অস্থায়ী ছাড়পত্র দিয়েছে উয়েফা।
বার্সেলোনার বিরুদ্ধে স্পেনের রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেস নেগরেইরার প্রতিষ্ঠানকে অর্থ দেওয়ার অভিযোগ আছে। স্পেনের প্রসিকিউর অফিসের বরাত দিয়ে জানা যায়, বার্সার সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউয়ের সময়ের ঘটনা সেটি। বার্সার দেওয়া এই অর্থ কাতালান ক্লাবটির দিকে ম্যাচের ফলাফল নিয়ে গিয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও বার্সেলোনা ও নেগরেইরার পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, দুপক্ষের মধ্যে টাকার লেনদেন হয়েছিল শুধু পরামর্শক হিসেবে কাজের জন্য।
বার্সেলোনার আইনি কাঠামোর সম্ভাব্য লঙ্ঘনের বিষয়টি আমলে নিয়ে পরে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও। তবে এখন পর্যন্ত অভিযোগের সপক্ষে স্পষ্ট প্রমাণ পায়নি সংস্থাটি। বৃহস্পতিবার উয়েফার আপিল বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘২০২৩-২৪ উয়েফা ক্লাব প্রতিযোগিতায় বার্সেলোনার অংশগ্রহণ-সংক্রান্ত কার্যপ্রণালি আপাতত বন্ধ করা হয়েছে। তবে মামলার দায়িত্বে থাকা এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টরসের (ইডিআই) অথবা সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে এটি আবার শুরু হতে পারে।’
চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি ইন্সপেক্টরের (ইডিআই) অনুরোধ করা সমস্ত নথি ও তথ্য ইডিআইকে সরবরাহ করতে বার্সেলোনা বাধ্য থাকবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
গত দুই মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বার্সেলোনা। এই প্রতিযোগিতায় ২০১৫ সালে সর্বশেষ তারা শিরোপা জিতেছিল।
মন্তব্য করুন